ঐশ্বরিক স্বপ্নপুরী, শেরপুর জেলা

Описание к видео ঐশ্বরিক স্বপ্নপুরী, শেরপুর জেলা

বাংলাদেশের উত্তর সীমান্তে মেঘালয়ের তুষার-শুভ্র মেঘপুঞ্জ ও নীল গারো পাহাড়ের স্বপ্নপটে, মানস সরোবর থেকে হিমালয় ছুঁয়ে নেমে আসা ব্রহ্মপুত্র এবং ভোগাই, নিতাই, কংশ, সোমেশ্বরী ও মালিঝির মত অসংখ্য জলস্রোতের হরিৎ উপত্যকায় গড়ে ওঠা প্রাচীন জনপদ শেরপুর। দেশের ছোট্ট সুন্দর প্রান্তিক জেলা শেরপুর। শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে ১৮২৯-২০১৫ পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলার আয়তন ১,৩৬৪.৬৭ বর্গকিলোমিটার।শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণ ও পশ্চিমে জামালপুর জেলা ও পূর্ব দিকে রয়েছে ময়মনসিংহ জেলা। শেরপুর জেলা পূর্বে জামালপুর জেলার একটি মহকুমা ছিল। রাজধানী ঢাকা থেকে সরাসরি সড়কপথে সাড়ে চার ঘণ্টায় শেরপুর পৌঁছানো যায়। ঢাকা থেকে শেরপুর আনুমানিক দুরত্ব ১৯৮ কিঃমি

Комментарии

Информация по комментариям в разработке