How To Change/Update Mobile Number In Ration Card 2024.

Описание к видео How To Change/Update Mobile Number In Ration Card 2024.

How To Change/Update Mobile Number In Ration Card 2024.#rationcard #viralvideo #online

Ration Card Mobile Number Link Online West Bengal / Ration Card Mobile Number Change West Bengal


১) প্রথমে আপনাকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর Link Ration Card With Mobile এ অপশনে ক্লিক করুন।
৩) আপনি যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই রেশন কার্ড নাম্বার উল্লেখ করে Search এ ক্লিক করুন।
৪) আপনার সামনে দুটো অপশন আসবে। একটি, Link aadhar and mobile number আর অপরটি হলো Update only mobile number।
৫) আমরা যেহেতু মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা লিংক করবো, তাই Update only mobile number বক্সে ক্লিক করতে হবে।


৬) এরপর নিচে দুটি অপশন আসবে, Mobile Linked with Aadhaar Card এই বক্সে ক্লিক করুন।
৭) এরপর নিচের আধার Authentication বক্সে ক্লিক করে Send OTP তে ক্লিক করুন।
৮) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে,যে মোবাইল নাম্বার আধার কার্ডে লিংক রয়েছে।
৯) OTP উল্লেখ করে সাবমিটে ক্লিক করতেই, আধার ডিটেইলস চলে আসবে। সেখানে নাম,ঠিকানা, জন্ম তারিখ দেখা যাবে। এরপর নিচে থাকা Verify & Submit এ ক্লিক করুন।
১০) আপনার মোবাইল কিংবা কম্পিউটারের পর্দায় Do you want to change your linked mobile number নামে একটি লেখা চলে আসবে। তার নিচে থাকা Yes এ ক্লিক করুন।
১১) এরপর আপনি নতুন যে মোবাইল নাম্বার লিংক করতে চাচ্ছেন, তা উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।


১২) আপনার উল্লেখিত মোবাইল নাম্বারে OTP আসবে, তদ উল্লেখ করে সাবমিট করলে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন হয়ে যাবে।

#rationcard #online #viralvideo #cybercafe
#rationcardupdate, #rationcardupdate2024

Комментарии

Информация по комментариям в разработке