মন ভালো রাখতে রবীন্দ্রনাথে ডুব দিন।।

Описание к видео মন ভালো রাখতে রবীন্দ্রনাথে ডুব দিন।।

Facebook ID :
  / hellohealth.media  



‘দুঃখে যেন করিতে পারি জয়।’ মানুষের জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে কিন্তু পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে নেই। পৃথিবী অনন্তের দিকে ধাবিত। এটাই রবীন্দ্রনাথের জীবনের মূল সূর। তবুও আমরা চলব, জীবন চলবে। অনন্তের সন্ধানী রবীন্দ্রনাথ, দুঃখ এবং মৃত্যুকে জয় করে জীবনকে করেছেন জীবন্ত।
তাঁর নিজের জীবন দুঃখ ও শোকে ভারাক্রান্ত। মা, ভগ্নীপতি, বৌদি, স্ত্রী এমনকি সন্তান, একের পর এক বিয়োগ ঘটেছে জীবনে। তবুও ৮০ বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন, করে গিয়েছেন অমৃল্য সৃষ্টি। যা চিরন্তন। আর এই কাজের মধ্যেই দুঃখকে করেছেন জয়। তাঁর মানসিক স্বাস্থ্য ভাল রাখার এটাই ছিল মূল অস্ত্র। কাজের মধ্যেই খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকা সুর। তাঁর সৃষ্ট সুর-ছন্দে তাল মিলিয়েই আমরা আজও ভাল থাকি শত মনখারাপের মাঝেও। এভাবেই বাঁচতে শিখুন।

Комментарии

Информация по комментариям в разработке