গুরু কল্পতরু মূলে | guru kalpa taru muley | Moloya Song | Ananda Ashram | মহর্ষি মনমোহন দত্তের গান
~গুরু কল্পতরু মূলে Lyrics:
আশ্রয় নিয়ে বসে থাকো, ও মন আমার কৌতুহলে।
গুরু নিত্য গুরু সত্য হয় পরম তত্ত্ব
শ্রী পদে মজায়ে চিত্ত, ভাবো নিত্য প্রাণ খুলে।
মায়াতে মানুষ দেহ, করোনা কোন সন্দেহ
গুরু কৃপা বিনা কেহ পায় না মুক্তি কোন কালে।
জীবনের মধ্যবিন্দু, হৃদাকাশে গুরু ইন্দু
পার হইতে ভব সিন্ধু, বন্ধু নাই আর ভূমন্ডলে।
যা দেখো ব্রাহ্মন্ডময়, গুরু ভিন্ন আর কেহ নয়
হলে গুরু পরিচয়, আধারে আলোক জ্বলে।
মনোমোহন আত্মহারা, অহংকারে মাতোয়ারা
গুরুপদ সেবা করা, হলোনা তারি কপালে।
-মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল ও সমাজ সংস্কারক মহর্ষি মনমোহন দত্ত
প্রজ্ঞাময় ব্যাখ্যাঃ
মানুষের মন সর্বদা বস্তুর উপর নির্ভর করে। বস্তুতে আশ্রয় করে মানুষ নিজের সকল প্রকার মনোবাসনা পূর্ণ করতে চায়। বাস্তবে পৃথিবীতে কেবলমাত্র সাক্ষাত কোন প্রজ্ঞাবান গুরুর পদে নিজেকে সমর্পণ করলেই মানব জীবনের মুক্তি আসে। কেবলমাত্র গুরুকে নির্ভর করে গুরুর উপর মনের সবকিছু চাওয়া-পাওয়া সপে দিলে মনের মধ্যে এক প্রজ্ঞাময় শক্তির উদ্ভব হবে।
মানুষের মন সবসময় বস্তুর মায়ায় নিমগ্ন থাকে। এই বস্তুমায়া খুবই শক্ত। এই মায়াজাল থেকে কেহই মুক্ত হতে পারে না। কেবলমাত্র সাধনার মাধ্যমে গুরুর নির্দেশিত আদেশ-নিষেধের মাধ্যমেই মানবের পক্ষে সেই মায়াজাল থেকে মুক্ত হওয়া সম্ভব।
মানুষের অন্তরের মধ্যে যে অনন্ত শক্তি আছে সাধনার মাধ্যমে সেই শক্তিকে জাগ্রত করে তোলা যায়। সেই শক্তির ছায়ায় কেবল এই পৃথিবীর সকল মায়াজাল এবং বস্তুর আকর্ষন থেকে নিজের মনকে মুক্ত করা যায়। তাই এই পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান প্রাপ্তি প্রজ্ঞাবান গুরুর পদে আশ্রয়। পৃথিবীর সকল স্থান বস্তুময় আগুন দিয়ে প্রজ্জ্বলিত। কোথাও একটুমাত্র ঠাঁই নেই, নেই কোন আশ্রয়স্থল। কেবলমাত্র গুরুর পদেই আছে পরম আশ্রয়, যা মানবের মুক্তির একমাত্র ভরসা।
পৃথিবীর সকল কিছুই গুরুর শক্তির বিকাশ। গুরুর রূপ ছাড়া পৃথিবীর আর কোন রূপ পাওয়া যায় না। তাই মনের সকল প্রকার দ্বিধা, দ্বন্ধ ও অহঙ্কার বাদ দিয়ে গুরুর প্রতি নিষ্ঠাবান অবস্থায় নিজেকে সমর্পণ করাই মানবের কল্যাণের একমাত্র উপায়।
explanation: https://www.agaminews.com/self-observ...
গুরু কল্পতরু মূলে | মলয়া সঙ্গীত | গুরু শিষ্য | Guru shishya | মহর্ষি মনমোহন দত্তের সর্বশ্রেষ্ঠ গান
tag:
গুরু শিষ্য গান,Baba Jahangir BD,sadhona,dhan shadhona,lipi sarkar,latif sarkar,shunil karmokar,momotaz,abul sarkar,গুরু শিষ্য পালাগান,গুরু শিষ্য বেস্ট পালাগান,নতুন গুরু শিষ্য গান,মন্দিরে দেবতা নাই,কৃষ্ণ লীলা,ভক্ত হরিদাশ,ভক্ত প্রহ্লাদ,মনমোহন দত্তের গান,মনমোহন দত্তের মলয়া গান,বাবা জাহাঙ্গীর,moloya songs,moloya gan,anand ashram,anand ashram song,moloya best song,moloya gaan,moloya sangeet,moloya
Информация по комментариям в разработке