সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন বিভাগ সকলকে অন্য ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার বিরুদ্ধে সতর্ক করেছে। পাবলিক প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, যেকোন সৌদি নাগরিক বা প্রবাসীর গোপনীয়তা লঙ্ঘন করা হলে অভিযুক্তকে ১ বছরের জেল এবং ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
পাবলিক প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, কারোরই অধিকার নেই অন্য আরেকজন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন করার, কোনভাবে অনুমতিবিহীন ভাবে তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খোজখবর করার বা তথ্য সংগ্রহ করার। যদি কেউ অন্য কোন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তাকে অপরাধী হিসেবে সাব্যাস্ত করা হবে। যদি কোন ব্যক্তি অন্য কোন সৌদি নাগরিক বা প্রবাসী গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তার ১ বছর পর্যন্ত জেল এর শাস্তির পাশাপাশি ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
অন্যদিকে, সৌদি আরবের পাবলিক প্রসিকিউশণ বিভাগ জানিয়েছে, যে বা যারাই সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকৃত অবৈধ প্রবাসীদের আশ্রয় প্রদান করবেন বা যেকোনভাবে সাহায্য করবেন, তাদেরকে বড় আকারের শাস্তি এবং বড় অংকের জরিমানা করা হবে। সৌদি পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, যদি কোন সৌদি নাগরিক বা প্রবাসী কোন অবৈধ প্রবাসীকে আশ্রয় প্রদান করেন বা সহযোগিতা করেন, তবে তাকে ৫ থেকে ১৫ বছরের জেল এর শাস্তি প্রদান করা হবে।
Next video :::
ব্রেকিং ,সৌদি পাবলিক প্রসিকিউশনের ,বড় দুইটি ঘোষণা, হতে পারে ১০ বছরের জেল,১০ বছরের,সৌদিতে হবে ১০ বছরের জেল,সৌদি,সৌদি আরব,সৌদি যুবরাজদের সম্মন্ধে কিছু বললেই ১০ বছরের জেল,সৌদিতে প্রবাসীর ২০ বছরের জেল,মারপিট করলে ১০ বছরের জেল,সৌদি কফিলদের হবে ১৫ বছরের জেল,সৌদিতে প্রবাসীর ১৫ বছরের জেল,সৌদি প্রবাসী,সৌদিতে এই কাজ করলে ১০ বছরের জেল ও ১০ লাখ রিয়াল জরিমানা,২৩ প্রবাসীকে ২০৬ বছরের জেল দিল সৌদি,১০বছরের জেল,১৫ বছরের জেল,একটু ভূলে হতে পারে ১০ বছরের জেল ও জরিমান।,১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল জরিমানা,২০ বছরের জেল হলোসৌদি প্রবাসীর,জেল,Reporter SB
Информация по комментариям в разработке