লতির ফলন বৃদ্ধি জন্য কি কি সার দিবেন | Kochu chas poddhoti | কচু চাষ পদ্ধতি
আতিক মোস্তফা :- 01942842572
Email :- [email protected]
Facebook Page :- https://www.facebook.com/agroatik?mib...
Facebook group :- Agro with Atik
যশোরের লতিরাজ কচু চাষ পদ্ধতি :-
---+-----+----
এই জাতের লতিরাজ কচু লতি ও কচুর জন্য চাষ করা হয়। উৎপাদিত লতির দৈর্ঘ্য ১ মিটারের বেশি হয়ে থাকে। লতি গোলাকার, অপেক্ষাকৃত মোটা ও গাঢ় সবুজ বর্ণের হয়। বিঘা প্রতি (৩৩ শতক) ১৫০+ লতি এবং ৩০০/৪০০ মন কাণ্ড উৎপন্ন হয়। লতি ও কচু সমানভাবে সিদ্ধ হয়। ক্যালসিয়াম অক্সালেট কম থাকায় গলা চুলকায় না।
বিঘা প্রতি (৩৩ শতক) ৪৫০০ চারার প্রয়োজন হয়। সারি থেকে সারির দূরত্ব ২৭ ইঞ্চি (১.৫ হাত) এবং চারা থেকে চারার দূরত্ব ১৮ ইঞ্চি (১ হাত)।
যশোরের লতিরাজ কচুর চারা রোপণের আগে এর সমস্ত পাতা, শিকড় ও কাণ্ডে তলার কিছু অংশ কেটে ফেলতে হবে। এতে করে চারা দ্রুত মাটিতে লেগে যায়। জমি কাদাময় রাখতে হবে। যে সব জায়গা বন্যার পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা আছে সেখানে কার্তিক মাসেই চারা লাগানো ভালো এতে বর্ষার পানিতে তলিয়ে যাবার আগেই ফসল তোলা যায়। মাটি
পলি দোঁআশ ও এঁটেল মাটি যশোরের লতিরাজ কচু চাষের উপযোগী। উঁচু ও মাঝারি উঁচু জমিতে পানি কচু লাগালে বন্যার ভয় থাকে না। তবে জমিতে যাতে সব সময়ই কিছু পানি থাকে সে ব্যবস্থা করতে হবে। পানি কচুর গোড়ায় দাঁড়ানো পানির গভীরতা ১ থেকে ৫ ইঞ্চি এর বেশি হলে ফলন কমে যায় এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হয়। বর্ষাকালে পানির পরিমাণ ১ থেকে ৫ ইঞ্চি এর বেশি হলে অতিরিক্ত পানি সরিয়ে ফেলতে হয়।
সার ব্যবস্থাপনা:-
----++----+----
মাটি ও এলাকা ভেদে প্রয়োজনানুসারে
গোবর, টিএসপি, জিপসাম, জিংক সালফেট, বরিক এসিড ও এমওপি এবং অন্যান্য সারের প্রয়োজন হয়।
জমি তৈরির সময় সার প্রয়োগ :-
--+++----++-----
১/ গোবর সর্বনিম্ন ১/১.৫ টন
২/ টি.এস.পি ১৫ থেকে ২০ কেজি।
৩/ পটাশ ১৫ থেকে ২০ কেজি।
৪/ কার্বোফুরান ৫জি - ২ কেজি
এবং ৭ থেকে ১০ দিনে ৫ কেজি ইউরিয়ার সাথে আগাছানাশক প্রয়োগ করতে হবে।
এই জাতের লতিরাজ কচু লতি ও কচুর জন্য চাষ করা হয়। উৎপাদিত লতির দৈর্ঘ্য ১ মিটারের বেশি হয়ে থাকে। লতি গোলাকার, অপেক্ষাকৃত মোটা ও গাঢ় সবুজ বর্ণের হয়। বিঘা প্রতি (৩৩ শতক) ১৫০+ লতি এবং ৩০০/৪০০ মন কাণ্ড উৎপন্ন হয়। লতি ও কচু সমানভাবে সিদ্ধ হয়। ক্যালসিয়াম অক্সালেট কম থাকায় গলা চুলকায় না।
---+----+-----++-----
Tag...
Lotiraj Kochu,Loti Kochu Plant,Kochur Mukhi Chas,Ol Chas Poddhoti,Pani Kochu,যশোরের লতিরাজ কচু,কচু চাষ পদ্ধতি,পানি কচু চাষ পদ্ধতি,মুখী কচু চাষ পদ্ধতি,মান কচু চাষ পদ্ধতি,দুধ কচু চাষ পদ্ধতি,নিউটনের কচু চাষ পদ্ধতি,সোলা কচু চাষ পদ্ধতি,কচু চাষ কিভাবে করতে হয়,কচু চাষ করার নিয়ম,কচু চাষ,লতিরাজ কচু চাষ পদ্ধতি,কচু শাক চাষ পদ্ধতি,কাট কচু চাষ,লতিরাজ কচু,লতিরাজ কচু চাষ,লতিরাজ কচুর চারা,লতিরাজ কচুর চারা কোথায় পাওয়া যায়,লতিরাজ বারি ১,agroatik,atikagro
Информация по комментариям в разработке