নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটি ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার আয়তন।এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা।আয়তনের দিক দিয়ে নাটোর বাংলাদেশের ৩৬ তম জেলা।নাটোর জেলা দূর্যোগপ্রবন এলাকা না হলেও সিংড়া ও লালপুর উপজেলায় আত্রাই এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়।সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশী।পুরোনো নিদর্শনের মধ্য এই জেলার এক অতীত সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।
এই জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। নাটোরসহ এর পার্শ্ববর্তী বগুড়া ও সিরাজগঞ্জে অবস্থিত চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমবৃষ্টিপাত হয় নাটোরের লালপুর উপজেলায়।
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নাটোরের নিম্নলিখিত জনসংখ্যা
মোট জনসংখ্যাঃ১৭০৬৬৭৩ জনপুরুষঃ৮৫৪১৮৩ জন
মহিলাঃ৮৫২৪৯০ জন
মুসলিমঃ১৫৯০৯১৯ জন
হিন্দুঃ১০৩৭৪৭ জন
খ্রিস্টানঃ৮০৫৮ জন
বৌদ্ধঃ৭ জন
অন্যান্যঃ৩৯৪৬ জন
প্রধান নদীসমূহঃ
উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে
পদ্মা নদী,আত্রাই,বড়াল নদী,নারদ নদী,তুলসী,নাগর নদী,নন্দকুজা,খলসাডাংগা,বারনই,গোধাই,গুনাই উল্লেখষোগ্য।
প্রশাসনিক এলাকাসমূহঃ
নাটোর জেলা ৭ টি উপজেলা,৭টি থানা এবং ৮টি পৌরসভা রয়েছে।নাটোরে সংসদীয় আসন ৪টি। নাটোর জেলার উপজেলাগুলো হলঃ
নাটোর সদর উপজেলা,বাগাতিপাড়া উপজেলা,বড়াইগ্রাম উপজেলা,গুরুদাসপুর উপজেলা,লালপুর উপজেলা,সিংড়া উপজেলা,নলডাঙ্গা উপজেলা
নাটোর জেলার পৌরসভা হলোঃ
নাটোর (ক শ্রেনী),সিংড়া (ক শ্রেনী),গুরদাসপুর (ক শ্রেনী),বড়াইগ্রাম (খ শ্রেনী),লালপুর (খ শ্রেনী),বাগাতিপাড়া (গ শ্রেনী),বনপাড়া (গ শ্রেনী),নলডাঙ্গা (গ শ্রেনী)
সংসদীয় আসনঃ
নাটোর-১ লালপুর,বাগাতিপাড়া
নাটোর-২ সদর,নলডাঙ্গা
নাটোর-৩ সিংড়া
নাটোর-৪ গুরদাসপুর,বড়াইগ্রাম
জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BAUET),নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, আব্দুলপুর সরকারি কলেজ, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, দিঘাপতিয়া এম. কে. কলেজ, নাটোর সিটি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর সুগারমিল উচ্চ বিদ্যালয়, গ্রীন একাডেমী উচ্চ বিদ্যালয়, মহারাজা উচ্চ বিদ্যালয়, নব বিধান গালস স্কুল, শের ই বাংলা উচ্চ বিদ্যালয়, পারভীন পাবলিক উচ্চ বিদ্যালয়, তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বড়গাছা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুলপুরনর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল, মহারাজা জে.এন উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, Katua Bari High School, বাগাতিপাড়া পাইলট স্কুল, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, দয়ারামপুর, নাটোর।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ
জেলা শিল্পকলা একাডেমী, মনোবীণা সংঘ, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নাটোর সংগীত বিদ্যালয়, উষা খেলাঘর আসর, ভোলামন বাউল সংগঠন, ইছলাবাড়ী বাউল সংগঠন, নৃত্যাঙ্গন, ডিং ডং ড্যান্স ক্লাব, দিব্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সারেগামা, সুরের ছোঁয়া, ঝংকার নৃত্য গোষ্ঠি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ইংগিত থিয়েটার ইত্যাদি।
দর্শনীয় স্থান
নাটোর রাজবাড়ি
,উত্তরা গণভবন (দিঘাপতিয়ার রাজবাড়ি), লালপুর পদ্মার তীর, লালপুর গ্রীন ভ্যালি পার্ক, লালপুর শহীদ সাগর, লালপুর বুধপাড়া কালীমন্দির, চৌগ্রাম জমিদার বাড়ি, দয়ারামপুর জমিদার বাড়ি, চলনবিল জাদুঘর,হালতির বিল,বীরকুৎসা জমিদার বাড়ী,ধরাইল জমিদার বাড়ি,আত্রাই নদী,সিংড়া চলনবিল জাদুঘর বা পানি জাদুঘরলুর্দের রানী মা মারিয়ার ধর্মপল্লী, নাটোর।
Информация по комментариям в разработке