দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি। সেখানে পথ সমাবেশ করার কথা রয়েছে তাদের। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা।
এজন্য গোপালগঞ্জসহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের। এদিকে, আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।’
দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয়, তার আশপাশের জেলাগুলোতে এনসিপি, জামায়াত-শিবির,বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২ এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় সমাধিতে সেনাপুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে।
এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলেছে, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া শুধু একটি সমাধি নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে।
বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
#NCP #ncp
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছেন। তবে আওয়ামী লীগের প্রেতাত্মরা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন হাসিনার চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তৃতাদানকালে তিনি এসব কথা বলেন।
এনসিপি দলের নেতাদের কর্মসূচি
পঞ্চগড়ে #জুলাই পদযাত্রা শেষে শহরের #চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য রাখেন #জাতীয় #নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক #হাসনাত #আবদুল্লাহ
পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম নতুন #বাংলাদেশে আর #চাঁদাবাজি হবে না। কিন্তু সব কিছুর পরিবর্তন হলেও চাঁদাবাজি-দখলদারি বন্ধ হয়নি। কারা এসব করছে দেশের মানুষ সবই জানে। #আওয়ামীলীগের সব চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে। আপনারা কোথায় পালাবেন? পালানোর পথও পাবেন না। কাজেই যারা চাঁদাবাজি #দখলদারি করছেন, #সিন্ডিকেট করছেন; আওয়ামী লীগ গেছে যে পথে আপনারাও যাবেন সেই পথে।’
#বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় #পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের #টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পঞ্চগড়বাসীকে #সাক্ষী রেখে বলছি, যেই প্রশাসন দিয়ে, #পুলিশ দিয়ে মধ্যরাতের #নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের ডামি নির্বাচন হয়েছে; সেই #প্রশাসন ও পুলিশকে #সংস্কার না করা পর্যন্ত আমরা কোনও নির্বাচনে অংশ নিচ্ছি না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যেমন টাইম-ফ্রেম করে নির্বাচন চাচ্ছেন; একইভাবে #বিচার ও সংস্কারেরও টাইম-ফ্রেম ঠিক করে দিন।’
শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় কয়েক #হাজার #নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন
জেলার পাঁচ #উপজেলার নেতাকর্মীসহ কয়েক হাজার #ছাত্র-জনতা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক #নাহিদ #ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক #সামান্তা #শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব #তাসনিম #জারা, আহ্বায়ক #নাসীরুদ্দীন #পাটওয়ারী ও #হান্নান #মাসুদসহ #কেন্দ্রীয় এবং #স্থানীয় #নেতারা।
সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে জুলাই #সনদ বাস্তবায়ন ও নতুন #সংবিধান প্রণয়ন, পরে নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়ন করতে জনগণকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘পঞ্চগড়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন পঞ্চগড়ের নেতা সারজিস আলম। এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা, #চা শ্রমিকদের #মজুরি #সমস্যা তুলে ধরেছেন। আমরা একটি নতুন রাজনীতির উদ্দেশ্যে আপনাদের কাছে এসেছি। আমরা গণঅভ্যুত্থানের পরে #রাজপথ থেকে সরে যাইনি। আমরা #রাজপথে আছি। আপনাদের অধিকারের জন্য #লড়াই করেছি।’
এনসিপি দলের মার্চ টু গোপালগঞ্জ। ডাঃ তাসনিম জারা হাসনাত সারজিস নাহিদ নাসিরুদ্দিন আখতার নুসরাত তাবাসসুম
Информация по комментариям в разработке