মন মাঝি II লায়লা II ফোক গান II আফতাব হোসেন

Описание к видео মন মাঝি II লায়লা II ফোক গান II আফতাব হোসেন

গানঃ মন মাঝি
শিল্পীঃ লায়লা
কথাঃ আফতাব হোসেন
সুরঃ ফকির হযরত শাহ
মিউজিকঃ মুন্সী জুয়েল
লেবেলঃ স্বপ্ন কল্প মিউজিক

কাল চইলা যায় মহাকালে,
নদী যেমন সাগর পানে,
পঙ্খীরাজে সওয়ার হইয়া,
ছুটছে সময় ভাটির টানে।
সেই নদীতে ভাসছে আমার নাও
মন মাঝি তুমি বৈঠা বাইয়া যাও

নৌকা আমার চলতে চলতে
ভিড়ছে কতো-শত ঘাটে।
জীবনটা এক রঙের মেলা
পশরা সাজায় ভবের হাটে।
দেখছি কত রঙের ছবি
রঙে ভরা এই যে মেলা।
নট-নটনী আমরা সবাই
এই দুনিয়া নাট্যশালা।
নাট্যশালায় নাট্য কইরা যাও।

একই মুখে অনেক মুখোশ
আসল নকল যায় না চেনা।
স্বার্থ বিনা জীবনটারে
প্রেমের দামে যায় না কেনা।
রঙ্গমঞ্চে রঙের মানুষ
করুক যতই রঙের খেলা।
দম ফুরাইলে সোনার শরীর
হইয়া যাবে মাটির ঢেলা।
থাকতে সময়, নিজেক চিনে নাও।

Комментарии

Информация по комментариям в разработке