বিয়ের পরেই ‘আমার হবি তুই’ গানের শুটিংয়ে শিরিন শিলা । Shirin Shila । Asif । Bijoy TV

Описание к видео বিয়ের পরেই ‘আমার হবি তুই’ গানের শুটিংয়ে শিরিন শিলা । Shirin Shila । Asif । Bijoy TV

#Asif_Akbar #Shirin_Shila #শিরিন_শিলা

সংগীত জগতের ‘যুবরাজ’ শিল্পী আসিফ আকবরের গানে এবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক অমিত হাসান ও নায়িকা শিরিন শিলা। এরইমধ্যে গানটির দৃশ্যধারণের শুটিং এ অংশ নিয়েছেন এ জুটি। তবে গানটিতে কন্ঠ দিলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ।
‘আমার হবি তুই’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। গানের ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা।
১৯ অক্টোবর গাজীপুরের পুবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শীঘ্রই দর্শকের সামনে গানচিত্রটি আনা হবে বলে জানালেন পরিচালক।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। কিন্তু আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটিও দর্শক পছন্দ করবে বলে আশা করছি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।’
ছয় বছর প্রেমের পর ১০ অক্টোবর বিয়ে করেছেন শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।
শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরবর্তীতে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке