যদি তোর ডাক শুনে কেউ (Jodi tor dak shune) | রবীন্দ্রসংগীত | Harmonica Notations | @sristi123 |SRISTI

Описание к видео যদি তোর ডাক শুনে কেউ (Jodi tor dak shune) | রবীন্দ্রসংগীত | Harmonica Notations | @sristi123 |SRISTI

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে (2 বার )
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।


যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,

তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।


যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়

তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে,
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।


যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,

তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে,
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

তাল -দাদরা
কোমল স্বর - কোমল নি (ণ)

Instrumental(Mouth Organ) cover by Ratan Samanta

It is a popular Rabindra sangeet
It was originally sung by popular legendary singer Kishor kumar.

Комментарии

Информация по комментариям в разработке