ধানের মাজরা পোকা দমনে করনীয়|| ধানের মাজরা পোকা দমনে উপায়| ধানের মাজরা পোকা দমনে ঔষধ| ধানের পরিচর্যা|

Описание к видео ধানের মাজরা পোকা দমনে করনীয়|| ধানের মাজরা পোকা দমনে উপায়| ধানের মাজরা পোকা দমনে ঔষধ| ধানের পরিচর্যা|

ধানের মাজরা পোকা দমনে উপায়। ধানের মাজরা পোকা দমনে করণীয় ও ধানের মাজরা পোকা দমনে ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা।

#ধানের_মাজরা_পোকা_দমন
#ধানের_মাজরা_পোকা_ও_তার_দমন_ব্যবস্থাপনা
#ধানের_পোকা
#মাজরা_পোকা
#ফসলের_বন্ধু-_YP

Please Subscribe my channel
   / @fosolerbondhu  


আম গাছে বেশি আম ধরানোর উপায়।
   • আম গাছে বেশি আম ধরানোর উপায়|| আম গাছে...  


কাঁঠাল গাছে বেশি ফল ধরানোর উপায়। কাঁঠাল গাছের পরিচর্যা।
   • কাঁঠাল গাছে বেশি ফল ধরানোর উপায়| কাঁঠ...  



লিচুর ফলন হবে দ্বিগুন।
   • লিচুর ফলন হবে দ্বিগুন| লিচু গাছে মকুল...  


এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়।
   • April মাসে সবজি চাষ। এপ্রিল মাসে কি ক...  


মিষ্টি কুমড়ার রোগ ও প্রতিকার।
   • মিষ্টি কুমড়ার রোগ ও প্রতিকার- মিষ্টি ...  

প্রথমত এই পোকা দমন করতে হলে বীজ তলাতে দানাদার কারর্বোফোরান ব্যবহার করলে মাজরা পোকার লার্ভা আসতে পারে না।এবং পরবর্তিকালে পাশকাঠি ছাড়ার সময় এই পোকা আক্রমণ করে পাশকাঠি গুলো তামাটে বর্ণের হয়ে যায় এবং শীষ বেরোনোর সময় হাত দিয়ে টানলে উঠে আসে। প্রতিকার হিসাবে ফেরোমন ফাঁদ বিঘায় ৪ টি করে ব্যাবহার করতে পারেন এতে করে পুরুষ পোকা এই ফাঁদে ধরা পড়বে ও এই ভাবে পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ওষুধ ব্যাবহার কম হবে।যদি ১০ % এর বেশি ফসল আক্রান্ত হয় তাহলে কীটনাশক ওষুধ ট্রায়াজফস এক থেকে দেড় মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে আর কার্টাপ হাইড্রোক্লোরাইড যেটা বাজারে পাদান বা ক্রিটাপ নামে পাওয়া যায় সেটি এক গ্রাম প্রতি লিটার জলের স্প্রে করা যেতে পারে। এই ওষুধগুলো সাধারণত দেখা যায় ১০ শতাংশ বা তার বেশি যদি গাছ আক্রান্ত হলে স্প্রে করা বাঞ্ছনীয়। আরেকটি মন্ত্র বলা যেতে পারে যে দিনে লাঠির আঘাত ও রাতে আলোক্ ফাঁদের মাধ্যমে এই পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। মাজরা পোকার অনেক রকমের জাত হয়ে থাকে যেমন সাদা রং ,হলুদ রং ইত্যাদি থাকে ।হলুদ মাজরার লার্ভা সাধারণত মাঝ অংশগুলোকে ফুটো করে কচি অংশ খেয়ে নেয় ফলে মাঝটা শুকিয়ে যায়। এইভাবে যদি করতে পারি তাহলে মাজরা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
রোগ লক্ষণ :-🦗 তিন ধরনের মাজরা পোকা আমাদের ধান ফসলের ক্ষতি করে। যেমন- হলুদ মাজরা। কালো মাথা মাজরা এবং গোলাপী মাজরা । ৭-১১ দিন বয়সের মাজরা পোকার লার্ভা গুলি কান্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে ধান গাছের নরম কচি কান্ডের গোড়া খেয়ে কেটে ফেলে। ফলে ডিগ পাতা মারা যায়। একে ‘মরা শীষ’ বা বা সাদা শীষ বা‘ডেডহার্ট ’ বলে। গাছে শীষ আসার পূর্ব পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরা ও সাদা শীষ দেখতে পাওয়া যায়। থোড় আসার আগে মরা শীষ দেখা দিলে বাড়তি কিছু কুশী উৎপাদন করে গাছ আংশিকভাবে ক্ষতি পূরণ করতে পারে। অনান্য কারণ :- ইঁদুরের ক্ষতির নমুনার সাথে মাঝে মাঝে মাজরা পোকা দ্বারা সৃষ্ট ক্ষত মরা শীষ বলে ভুল হতে পারে। মরা ডগা বা শীষ টান দিলেই সহজে উঠে আসে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গাছের কান্ডে মাজরা পোকা খাওয়ার দরুণ ছিদ্র এবং খাওয়ার জায়গায় পোকার মল দেখতে পাওয়া যায় কিভাবে সনাক্ত করবেন :- মাজরা পোকার আক্রমণ হলে, কান্ডের মধ্যে কীড়া, তার খাওয়ার নিদর্শন ও মল পাওয়া যায়, অথবা কান্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায় এবং কীড়া বের হয়ে যাওয়ার ছিদ্র থাকে। গাছে মাজরা পোকার ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হলুদ মাজরা পোকা পাতার ওপরের অংশে ডিম পাড়ে এবং গোলাপী মাজরা পোকা পাতার খোলের ভিতরের দিকে ডিম পাড়ে। হলুদ মাজরা পোকার ডিমের গাদার ওপর হালকা ধূসর রঙের একটা আবরণ থাকে। কালোমাথা মাজরা পোকার ডিমের গাদার ওপর মাছের আঁশের মত একটা সাদা আবরণ থাকে, যা ডিম ফোটার আগে ধীরে ধীরে গাঢ় রং ধারণ করে। মাজরা পোকার লার্ভা গুলোর ডিম থেকে ফুটে রেরুবার পর আস্তে আস্তে কান্ডের ভেতরে প্রবেশ করে। লার্ভা প্রথমাবস্থায় এক একটি ধানের গুছির মধ্যে অনেকগুলো করে গোলাপী ও কালোমাথা মাজরার লার্ভা জড়ো হতে দেখা যায়। কিন্তু হলুদ মাজরা পোকার কীড়া ও পুত্তলীগুলো কান্ডের মধ্যে যে কোন জায়গায় পাওয়া যেতে পারে। আলোর চার পাশে যদি প্রচুর মাজরা পোকার মথ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ক্ষেতের মধ্যে মথগুলো ডিম পাড়া শুরু করেছে।
ফসলের বন্ধু- YP চ্যানেলের সাথেই থাকুন।

Комментарии

Информация по комментариям в разработке