বিজ্ঞান মেলার প্রস্তুতি মূলক আলোচনা সভাঃ-
অদ্য বেলা ১১ঘটিকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টিফেন হকিং বিজ্ঞান ক্লাবের সদস্যদের নিয়ে সেবা কর্তৃক আয়োজিত হয় বিজ্ঞান মেলার প্রস্তুতি মূলক আলোচনা সভা।
উক্ত সভায় আগামী ১৭আগস্ট ২০২২খ্রিঃ, দিনব্যপি বিজ্ঞান মেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত মেলায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৩১টি দল অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
যেসকল সদস্য বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে তাদের নাম নিচে দেওয়া হলোঃ-
মাহি ৬ষ্ঠ শ্রেণি, জিহান ৬ষ্ঠ শ্রেণি, নাজমিন ৬ষ্ঠ শ্রেণি, মাইশা ৬ষ্ঠ শ্রেণি, তাহমিদ ৬ষ্ঠ শ্রেণি, সিপরান ৬ষ্ঠ শ্রেণি, বাপ্পি ৬ষ্ঠ শ্রেণি, রাকিব ৭ম শ্রেণি, রুদ্র ৭ম শ্রেণি, সামির ৭ম শ্রেণি, রিপন ৭ম শ্রেণি, পারভেজ ৭ম শ্রেণি, সাফি ৭ম শ্রেণি, পিয়াস ৭ম শ্রেণি, তিশা ৭ম শ্রেণি, হুমায়রা ৭ম শ্রেণি, শিহাব ৭ম শ্রেণি, স্মৃতি, সাকিব ৮ম শ্রেণি, নিহা ৮ম শ্রেণি , ইভা ৮ম শ্রেণি , প্রিয়ন্তি ৮ম শ্রেণি , মরিয়ম ৮ম শ্রেণি , মুনতাহার ৮ম শ্রেণি , ফেরদৌসি ৮ম শ্রেণি , ফাতেমা ৮ম শ্রেণি , আখিঁ ৮ম শ্রেণি , শুভা ৯ম শ্রেণি, তন্নি ৯ম শ্রেণি, সুমা ৯ম শ্রেণি, রবিন ৯ম শ্রেণি, ছাইহিল ৯ম শ্রেণি, মাহমুদ ৯ম শ্রেণি, নাদিম ৯ম শ্রেণি, হৃদয় ৯ম শ্রেণি, মাসুম ৯ম শ্রেণি, সায়েম ৯ম শ্রেণি, জিসান ৯ম শ্রেণি, জ্যোতি ৯ম শ্রেণি, তুরিন ৯ম শ্রেণি, তানিয়া ১০ম শ্রেণি, রাব্বি মিয়া ১০ম শ্রেণি, নাঈম ১০ম শ্রেণি, তামিম ১০ম শ্রেণি, হালিমা ১০ম শ্রেণি, ইমা ১০ম শ্রেণি, নিশাত ১০ম শ্রেণি, লিমা ১০ম শ্রেণি, রোমা ১০ম শ্রেণি, রেফা ১০ম শ্রেণি, লিনা ১০ম শ্রেণি, মৌমিতা ১০ম শ্রেণি, শাখিঁ ১০ম শ্রেণি, ইমা ১০ম শ্রেণি, এছাড়া আরও অনেকেই। সকলের জন্য শুভ কামনা।
Информация по комментариям в разработке