🇭🇷 ক্রোয়েশিয়ার ভিসা আবেদন কেন রিজেক্ট হয়? ll Croatia Job Visa Update-2022 ll Europe Update

Описание к видео 🇭🇷 ক্রোয়েশিয়ার ভিসা আবেদন কেন রিজেক্ট হয়? ll Croatia Job Visa Update-2022 ll Europe Update

ক্রোয়েশিয়া জব ভিসা
--------------------------------
ভিসা ক্যাটাগরি: (১) কৃষি ভিসা (Hydroponic Farming) (২) কনস্ট্রাকশন
#কাজ : ‍কৃষি: হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ। কনস্ট্রাকশন: ওয়েল্ডার, মেশন, পাল্বার, কার্পেন্টার, পাইপ ফিটার, টাইলস ইন্সট্রলার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার ইত্যাদি।
#অভিজ্ঞতা : অভিজ্ঞ/অনভিজ্ঞ।
#পদ সংখ্যা : সীমিত।
#বেতন : ৪,৮০০-৫,৮০০ কুনা (১ জানুয়ারি ২০২৩ থেকে ইউরো চালু হবে)।
#ডিউটি : ৮ ঘন্টা+ওভারটাইম (সপ্তাহে ৫দিন)
#থাকা ও খাওয়া : কোম্পানী।
#চিকিৎসা ও ইন্সুরেন্স : কোম্পানী।
#প্রসেসিং সময় : ফ্লাইট পর্যন্ত ৬-৭ মাস ইনশা-আল্লাহ (দিল্লীতে অবস্থিত ক্রোয়েশিয়া ও বাংলাদেশ এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেশন হওয়ার পর ২ থেকে ২.৫ মাসের মধ্যেই পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ। তারপর ক্রোয়েশিয়ান এম্বাসি ফেস করতে ইন্ডিয়া যেতে হবে)।
#যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেশন করা থাকে তাহলে ২ থেকে ২.৫ মাসের মধ্যেই পারমিট ইস্যু হয়ে যাবে ইনশআল্লাহ।
#পিসিসি এটেস্টেশন খরচ: যাত্রী দিবে।
#এম্বাসি ফেস: যাত্রী নিজে এম্বাসি ফেস করবে (পাসপোর্ট জমা দিবে এবং উত্তোলন করবে)।
#ইন্ডিয়া যাতায়াত: ইন্ডিয়ার সকল খরচ যাত্রী বহন করবে (ইন্ডিয়ার ভিসা, যাতায়াত, থাকা-খাওয়া, এম্বাসি ফি, ইন্সুরেন্স ফি ইত্যাদি)
#ম্যানপাওয়ার ও ফ্লাইট : বাংলাদেশ থেকে (চেষ্টা করবো ইন্ডিয়া থেকে ফ্লাইট দিতে)।
#এয়ার টিকিট: আমরা বহন করবো।
#শিক্ষাগত যোগ্যতা: পড়তে-লিখতে জানলেই হবে! তবে অভিজ্ঞ লোকদের কদর আলাদা।
#বয়স: ২০-৪৫ বছর।
#প্রয়োজনীয় কাগজপত্র: (১) পুলিশ ক্লিয়ারেন্স (২) পাসপোর্ট (৩) সদ্যতোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)। (35mm-45mm, ম্যাট পেপার) (৪) এনআইডি বা বার্থ সার্টিফিকেট (৫) কাজের অভিজ্ঞতার (সনদ যদি থাকে)।
#পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেশন খরচ: যা হয় সেটা যাত্রী বহন করবে।
#মোট খরচ : ৮,০০,০০০/- (আট লক্ষ টাকা)।
#ইন্ডিয়ার যাবতীয় খরচ: যাত্রী বহন করবে।
#অ্যাডভান্স ১ লাখ টাকা, পারমিট আসার পর ১ লাখ টাকা। ( অ্যাডভান্স ছাড়া ফাইল নেয়া হয় না। ভিসা হওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে হবে।)
#উভয় পক্ষের মধ্যে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি হবে (ফাইল জমা করার প্রস্তুতি থাকলে আসার সময় ১০০ টাকার তিনটি স্টাম্প সাথে করে নিয়ে আসবেন। অবশ্যই অভিভাবক সাথে আনবেন)
#BMET-তে ১ লাখ টাকা ডিপোজি করতে হয় যা ১ বছর পর নমিনী উত্তেলন করতে পারবে। আর ক্রোয়েশিয়া থেকে পালিয়ে গেলে সেই টাকা মার যাবে। এই টাকা যাত্রী ডিপোজি করবে।


#শুধুমাত্র আগ্রহীগণ যোগাযোগ করুন:
গ্লোবাল হলিডে ট্যুরস এন্ড ট্রাভেলস
চৌধুরী শপিং মল (লিফট-৬), ৪৩ হাটখোলা রোড, টিকাটুলি
ঢাকা-১২০৩ (রাজধানী মার্কেট সংলগ্ন)।
মোবাইল: +8801408893143 (Whatsapp)

--------------------------------------------------------------
ক্রোয়েশিয়ার জেন্যুইন খরচ:
১. পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন: ১৯-২০,০০০/-
২. প্রসেসিং খরচ: ৮,০০,০০০/-
৩. ইন্ডিয়া খরচ: ৬০-৭০,০০০/-
৪. বিএমইটিতে ডিপোজিট: ১,০০,০০০/-

কাজ: কনস্ট্রাকশন/ এগ্রিকালচার
সময়: ফ্লাইট পর্যন্ত ৬-৭ মাস।
বেতন: কনস্ট্রাকশন ৫৮০০ কুনা, এগ্রিকালচার ৪৮০০ কুনা। (১ কুনা=১৪.৫০টাকা (+/-)

Комментарии

Информация по комментариям в разработке