সিজার পরবর্তী গাভীর অবস্থা | খামারীর কিছু কথা | Animal health careKB

Описание к видео সিজার পরবর্তী গাভীর অবস্থা | খামারীর কিছু কথা | Animal health careKB

একটি গাভীর বাচ্চা প্রসব করার সময় ২৮০/২৯০ দিন। অনেক সময় ১০ দিন আগেও হতে পারে ১৫ দিন পরেও হতে পারে। ৩০০ দিন পার হলে বড় কোন সমশ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সার্ভিক্সের মুখ বা জরায়ুর মুখ খুললে,সাধারণ ত গাভী সবসময়ই স্বাভাবিক বাচ্চা প্রসব করে থাকে। হঠাৎ কখনো অস্বাভাবিক হয়। যদি বাচ্চার মাথা, পা, বা শরীর উল্টা পাল্টা হয়,বা সঠিক পিছনের যোনি পথের দিকে সোজা না থাকে সেই খেত্রে প্রসব করতে পারেনা। তকন একজন এক্সপার্ট ডাক্তারের সাহায্য নিবেন প্রানী হাসপাতালে। সিজার তখনি করা হয় যখন, জরায়ুর মুখ খোলেনা,১০ মাস পার হয়ে যাচ্ছে, মুখ খোলার জন্য সকল হরমোন,স্যালাইন করা সহ সকল চিকিৎসা ব্যার্থ, বাচ্চা প্রসবের আর কোন সম্ভাবনা নেই, সর্বশেষ হলো সিজার ব্যাবস্থা।

#সিজার_করা_গাভীর_পরবর্তী_অবস্থা_

Комментарии

Информация по комментариям в разработке