দাগ নাম্বার দিয়ে দেখুন জমি কার নামে।।শুধু দাগ নাম্বার দিয়ে দেখুন জমির খতিয়ানটি কার নামে।। সহজ আইন।।

Описание к видео দাগ নাম্বার দিয়ে দেখুন জমি কার নামে।।শুধু দাগ নাম্বার দিয়ে দেখুন জমির খতিয়ানটি কার নামে।। সহজ আইন।।

প্রিয় দর্শক,
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি শুধু দাগ নম্বর দিয়ে দেখুন জমির খতিয়ান টি কার নামে রয়েছে।
কিভাবে জমির খতিয়ান নং বের করতে হয়।
অনেক সময় আপনারা জমি কিনে থাকেন কিন্তু জমির আসল মালিক কে তা জানা থাকে না, এর জন্য আমাদেরকে বিভিন্ন অফিসে বা ভূমি অফিসে গিয়ে চেক করতে হয় এটা আমাদের অনেক সময় নষ্ট হয়।

কিভাবে জমির আসল মালিক এর নাম বের করবেন এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে
👉 land.gov.bd/ 👈
এই ওয়েবসাইটে যেতে হবে। এই সাইটটি সরকারি ভূমি অফিসের সমস্ত তথ্য আপনারা পাবেন।

1/ ওয়েবসাইটটিতে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের ব্রাউজারটি ডেক্সটপ মোড করতে হবে আপনারা স্ক্রিনশট এই দেখলে করলে বুঝতে পারবেন। কিভাবে ডেক্সটপ মোড করা হয়।

2/ এরপর অনলাইন ভূমি সেবা আবেদন দেখতে পারবেন এর ভিতরে আর এস খতিয়ান লেখার উপর ক্লিক করবেন।

3/ তারপর আপনাদের কে বিভাগ, জেলা, উপজেলা, দিতে হবে এবং আপনাদের মৌজা এর নাম সিলেক্ট করতে হবে।

4/ তারপর আপনাদেরকে জমির দাগ নং টি দিতে হবে। এবং নিচে একটি খালি বক্স আছে ওই বক্সে যোগফল করে উত্তর দিবেন। স্ক্রিনশট দেখলে করলে বুঝতে পারবেন, তারপর খোঁজ নেই ক্লিক করুন।

5/ এরপর আপনাদের সামনে খতিয়ান নং চলে আসবে। আপনারা এই খতিয়ান নং টি কপি করুন বা মনে রাখুন।

6/ তারপর আপনারা আবার উপরে আসুন এবং খতিয়ান নং এ টিক দিয়ে আপনাদের খতিয়ান নং টি লিখুন এবং আগের মত নিচের বক্সে যোগফল করুন, তারপর আবার খুঁজুন এই ক্লিক করুন।

7/ তারপর আপনাদের মাঝে জমিন এর মালিকের নাম চলে আসবে এবং তার নামের প্রথম অংশ জমি আছে সবকিছু আপনারা দেখতে পারবেন। এবং আপনারা নিচে জমির পরিমাণ দেখতে পারবেন।

#জমিতল্লাশি #অনলাইনেজমিতল্লাশি

Contact Information
Phone No- 01671-043256
Email- [email protected]
Face book Page Link-   / shohozain  
Instagram Link-   / advocatelemon  
Twitter Link-   / advocatelemon  

Комментарии

Информация по комментариям в разработке