Advantage and disadvantages of keeping pigeon in Cages/পায়রা খাঁচায় পালন করার সুবিধা ও অসুবিধা।

Описание к видео Advantage and disadvantages of keeping pigeon in Cages/পায়রা খাঁচায় পালন করার সুবিধা ও অসুবিধা।

বন্ধু রা, দীপু পাখির দুনিয়া এই ভিডিও তে আপনাদের সকলকে স্বাগতম। পায়রা খাঁচায় পালন করলে কী সুবিধা ও অসুবিধা হয় তা নিয়ে আলোচনা করব। পায়রা খাচায় পালন করতে হলে খাঁচা র সাইজ হতে হবে দুই/ দেড় /দেড়। খাঁচার ভিতরে ডিম পাড়ার জন্য পাত্র দিতে হবে। তার সাথে জলের পাত্র খাবারের পাত্র গ্রীটের পাত্র দিতে হবে। সপ্তাহে দুই দিন খাঁচা পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতি দিন নিয়মিত পাখিদের খাবার ও জল খেতে দেবেন। সপ্তাহে একদিন স্নান করিয়ে দিতে হবে। তাহলে পায়রা ভাল ডিম বাচ্চা করবে।আর খাঁচার চারপাশে মশারি দিয়ে দেবন যাতে মশা কামড়াতে না পারে। কিছু অসুবিধা আছে যেমন প্রতি দিন যে কটা খাঁচা প্রতি খাঁচায় খাবার ও জল খেতে দিতে হবে। ফলে প্ররিশ্রম বেশি হবে।খাঁচায় পায়রার গায়ে পোকা বেশি হয় যারা পায়রার শরীরের রক্ত খায়। বেশি উড়তে পারে না. আর বেশি দিন বাঁচে না।
Friends, welcome to this video of Dipu Pakhir Dunya. I will discuss the advantages and disadvantages of keeping pigeons in cages. To keep pigeons in a cage, the size of the cage should be two/one and a half. Containers should be provided inside the cage for laying eggs. Water pot, food pot, grit pot should be given along with it. The cage should be cleaned twice a week. Feed and water the birds regularly every day. Bathe once a week. Then the pigeons will lay good eggs. And put mosquito nets around the cage so that mosquitoes can't bite. There are some difficulties such as how much food and water should be given to each cage per day. As a result, the labor will be more. In the cage, there are more insects on the pigeons who eat the blood of the pigeons' body. Can't fly much and pigeons don't live long.

Комментарии

Информация по комментариям в разработке