মুরং আদিবাসীদের জীবন বৈচিত্র- Exploring the MRO tribe in Bandarban |

Описание к видео মুরং আদিবাসীদের জীবন বৈচিত্র- Exploring the MRO tribe in Bandarban |

#bandarban #adivasi #tribalvillage #আদিবাসী
বান্দরবান জেলার পাহাড়ি এলাকার উপজাতির মধ্যে মুরং অন্যতম। মুরংরা মূলত কৃষিকাজ করলেও বৈচিত্রময় জীবন জীবিকায় চিরাচরিত ঐতিহ্যকে তারা ধরে রেখেছে।
এ জনগোষ্ঠীর অধিকাংশের বসতবাড়িই তৈরি করা হয় পাহাড়ের গায়ে বাঁশ আর কাঠ দিয়ে। ছোট মাচায় তিন থেকে চারটি ঘর, সে সঙ্গে একটি বারান্দা। কোন আসবাবপত্র বা বিদ্যুৎ সুবিধা ছাড়াই মাচায় চলে তাদের ঘরকন্নার কাজ।
কৃষক দরিদ্র শ্রেণি মুরংদের প্রধান খাবার হলো শিকার করা বাঘ, কুকুর, শূকর, গরু এবং অন্যান্য প্রাণীর মাংস। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার খুব জনপ্রিয় মুরংদের মাঝে। মুরংরা অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। এ উপজাতির নারীরা কঠোর পরিশ্রম করে থাকেন। তারা যেমন ঘরের সব কাজ করেন, ঠিক তেমনি কৃষিকাজেও অংশ নেন।
এদের একটি জনপ্রিয় উৎসব ‘কুমলাং’। জমি চাষ করার আগে তারা এ উৎসব পালন করে। এ উৎসবে পূর্বপুরুষের দেয়া নিয়মানুসারে গরু উৎসর্গ করা হয় নিজেদের উন্নতির জন্য।
উৎসবে খাওয়া-দাওয়া, নাচ-গানের পাশাপাশি ঘরে তৈরি মদপান করেন পুরুষরা। মেয়েরা নিজেদের সাজান নানা অলংকার দিয়ে।

Music provided by HearWeGo (https://goo.gl/nDS3zR)
Artist: MARION
Title: Mind Flowers
Listen on YouTube:    • MARION - Mind Flowers  

Комментарии

Информация по комментариям в разработке