Build your future with University of South Asia

Описание к видео Build your future with University of South Asia

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া একটি স্বপ্নের নাম, একটি অঙ্গিকারের কাহিনী। নতুন সহস্রাব্দের অভ্যুদয়ে নতুন একটি স্বপ্ন নিয়ে নতুন একটি অভিযাত্রা শুরু করেন দু’জন মানুষ, প্রফেসর ডাঃ এম এ মতিন ও প্রফেসর ডঃ এম এ মুহিত, যাদের লক্ষ্য ছিল দেশের মধ্যবিত্ত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতের নাগালে মান সম্মত উচ্চ শিক্ষা পৌছে দেয়া। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন, অবকাঠামো তৈরী তথা অক্লান্ত পরিশ্রম করে ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া।

প্রারম্ভে ঢাকার বনানীতে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ২০২৩ সালে এর স্থায়ী ক্যাম্পাস আমিনবাজার, ঢাকা থেকে পূর্ণাঙ্গরূপে পরিচালিত হচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় বর্তমানে ৪ টি ফ্যাকাল্টির অধিভুক্ত ৯ টি ডিপার্টমেন্ট থেকে ১৫ টি প্রোগ্রাম অফার করা হচ্ছে।

স্কুল অব ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধিভুক্ত Textile Engineering ও Computer Science and Engineering ডিপার্টমেন্ট থেকে B. Sc. in Textile Engineering, B. Sc. in Computer Science and Engineering, B. Sc. in Computer Science and Information Technology, Master of Computer Science এবং Master of Computer Application প্রোগ্রাম অফার করা হয়। এ ফ্যাকাল্টিতে আছেন অভিজ্ঞ ও স্ব স্ব ক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্টধারী শিক্ষকমন্ডলী। এখানে আছে state of the art ৩ টি টেক্সটাইল ল্যাব, অত্যাধুনিক ২ টি কম্পিউটার ল্যাব এছাড়া Physics Lab ও Chemistry Lab তো আছেই।

স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সায়েন্স ফ্যাকাল্টির অধিভুক্ত Public Health, Public Health Ophthalmology, Ophthalmology and Lower Vision, Nutrition and Food Science এবং Environmental Science ডিপার্টমেন্ট থেকে MPH, MPHO, DOLV, MNFS ও Bachelor of Environmental Science প্রোগ্রাম অফার করা হয়। এ ফ্যাকাল্টিতে রয়েছে দেশ সেরা বরেণ্য শিক্ষকমন্ডলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গবেষণায় প্রশংসিত অধ্যাপকবৃন্দ। এখানে লেখাপড়ার পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা খাতে সরাসরি কাজের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ।

স্কুল অব বিজনেস ফ্যাকাল্টি থেকে BBA, MBA, Executive MBA এবং Master of Bank Management প্রোগ্রাম অফার করা হয়। এখানে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে লেখাপড়ার পাশাপাশি দেশের বিভিন্ন করপোরেট হাউজে প্রজেক্ট ও ইন্টার্নশিপ করার সুযোগ পায়। এছাড়া এখানে বিজনেস ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হয়।

স্কুল অব আর্টস এন্ড কালচার ফ্যাকাল্টি থেকে অফার হয় Bachelor of Arts in English Literature & Culture প্রোগ্রাম। এখানে শিক্ষার্থীরা গুণী অধ্যাপক মন্ডলীর সাহচার্য পায়। এছাড়া এখানে রয়েছে Leadership and Career Development Center, যেটির মাধ্যমে এই বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ক্যারিয়ারে একধাপ এগিয়ে যায়।

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়। এছাড়া ক্লেমনস ক্রিকেট, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করে।

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া দীর্ঘ ২০ বছর ধরে দেশের সকল শ্রেণীর শিক্ষার্থীর কাছে পৌছে দিচ্ছে মান সম্মত উচ্চ শিক্ষার আলো। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে পৌছে গেছে সারা বিশ্বে। তাই এটা বলাই যায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মাধ্যমে উপকৃত হচ্ছে দেশ, জাতি ও বিশ্ব।

Комментарии

Информация по комментариям в разработке