যাত্রা অভিনেত্রী বেলা সরকার এর সাক্ষাৎকার | Jatra actress Bela Sarkar

Описание к видео যাত্রা অভিনেত্রী বেলা সরকার এর সাক্ষাৎকার | Jatra actress Bela Sarkar

বেলা সরকার।

জন্ম ১৯৪৮ -এ, ঢাকা বিক্রমপুরের হাসারায়(বাংলাদেশে)। লেখাপড়া উত্তর ২৪ পরগণার ইছাপুর গার্লস স্কুলে। তাঁর কথায় – “চার ভাই-বোনের অভাবের সংসারে প্রতিদিন ‘নেই-নেই’ শব্দটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কী করব ঠিক করে উঠতে পারছি না। তখন স্কুলে পড়ি, অভিনয়ের প্রতি প্রগাঢ় প্রেম কিংবা নাটকের মাধ্যমে সমাজের পরিবর্তন আনা -এ ধরণের কোনো মহৎ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে অভিনয় জগতে আসিনি।” স্কুল ফাইনাল পড়ার সময়ে তাই সংসারকে বাঁচাতে এবং নিজে বাঁচতে অভিনয় জগতে চলে আসা। স্থায়ীভাবে বসবাস শুরু করেন বেলেঘাটার জোড়ামন্দির অঞ্চলে। মীরা গোস্বামী, সাবিত্রী ঘোষ, মীরা সেনগুপ্ত প্রমুখ পেশাদার শিল্পীর সঙ্গে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব।তিন দশক ধরে ষাটটির মতো যাত্রাপালার প্রধান চরিত্রে অভিনয় করে চলেছেন। বয়সের ভারে কিছুটা ক্লান্ত, তবু কোনো প্রতিকূল অবস্থাতে থামতে রাজি নন। যাত্রার অভিনেত্রীদের কথা উঠলেই মনে পড়ে যায় এক অক্লান্ত অনন্য অভিনেত্রী বেলা সরকারের নাম। বাংলার যাত্রামঞ্চে যে ক’জন অভিনেত্রী সাতের দশকে অভিনয়কে শিল্পের পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছেন, বেলা সরকার তাঁদের মধ্যে অন্যতম।

ছোটোবেলায় আর পাঁচটা ছেলেমেয়ের মতোই হাসি গান খেলার মধ্যেই কাটাতেন। কখনও অভিনয় করবেন ভাবেননি। নাচ-গান-বাজনা সকলের মতো তাঁরও ভালো লাগত। অন্য কারও নাচে, নেচে উঠত তাঁর মন। পায়ের ছন্দে, হাতের মুদ্রায় আর অভিব্যক্তিতে সেইসব নাচের হুবহু প্রতিরূপ রচনা করতে পারতেন অনায়াসে। গানের গলাও অপূর্ব। রেকর্ডে আর রেডিয়োতে গান শুনলেই গুনগুনিয়ে উঠত তাঁর কন্ঠ। দশ-এগারো বছর বয়সে প্রথম মঞ্চে অভিনয় ডাকঘর নাটকে অমলের ভূমিকায়।

উপরিউক্ত তথ্য দেবপ্রসাদ রায় এর
বেলা সরকার শীর্ষক লেখা।

ভিডিও তে বক্তা র বক্তব্য তার নিজস্ব অভিমত।

কৃতজ্ঞতা স্বীকার শ্রাবণী সরকার
ক্যামেরা বিভাস পাল
সাক্ষাৎকার গ্রহণ অভিজিৎ সেন
#information #podcast #belasarkar #jatrapala

Jis channel to get access to perks:
   / @amiavijitbolchi  

Комментарии

Информация по комментариям в разработке