হাদিস বিতর্ক : শুধু কুরআন কি যথেষ্ঠ? ১।
বেশ কয়েক বছর ধরে হাদিস নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন হাদিস মানার প্রয়োজন নেই। কারো কারো বিরুদ্ধে অভিযোগ সে হাদিস অস্বীকারকারী। অপর পক্ষের দাবি হাদিস অবশ্যই মানতে হবে। হাদিস না মানলে সে কাফির, সে রসুল মানে না। হাদিস ছাড়া কুরআন বোঝা যাবে না। হাদিস কুরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া ইসলাম, ধর্ম, শরীয়ত চলবে না। হাদিস হলো পরোক্ষা ওহী। কুরআনের সাথে হাদিসও হল শরীয়তের উৎস। হাদিস না মানলে আপনি নামাজ পড়বেন কিভাবে, অমুক করবেন কিভাবে। কুরআনে তো সবকিছু নেই। কুরআনে অনেক কিছু বিস্তারিত নেই, ইত্যাদি।
এর জবাবে শুরু করলাম কুরআন থেকে এই সিরিজ অধ্যয়ন। কুরআন পড়ে দেখলাম কুরআন বলছে তাকে ছাড়া আর কোন কিছু মানা যাবে না। রসুলকে আল্লাহ বলেছেন, জ্ঞান আসার পর তুমি যদি তাদের খেয়াল খুসির অনুসরন কর তাহলে আমার পক্ষ থেকে না পাবে কোন সাহায্যকারী আর না পাবে কোন সহায়ক। ২ : ১২০। সুরা আরাফের তিন নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা অনুসরন কর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার। তাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবকের অনুসরন করিও না। এসব আয়াত থেকে কুরআন ছাড়া হাদিস নামে ধর্মের নামে আর যা কিছু আছে সব বাতিল।
কুরআন বারবার বলছে কেবল তাকেই অনুসরন করতে, কেবল তাকেই আকড়ে ধরতে। কুরআন বারবার বলছে, যারা আল্লাহর পাঠানো হুদা মেনে চলবে তাদের কোন ভয় নেই, দুশ্চিন্তা নেই। এসব আয়াতে আল্লাহ তার হুদার সাথে অন্য কোন কিছু মানার কথা বলেননি আমাদের।
একদিকে কুরআন বলছে তাকে ছাড়া অন্য কিছু মানা যাবে না অপর দিকে সে তার পাঠককে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে সে তাকে সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ স্থানপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করতে সক্ষম। তাহলে কুরআন ছাড়া তো আর কোন কিছুর প্রয়োজন নেই।
কুরআনে আল্লাহ বলেছেন রসুলের আনুগত্য করতে। রসুল এখন নেই। ফলে রসুলের অনুগত্য কিভাবে করব? চট করে তারা বলে দেয় কেন ওই যে হাদিস। হাদিস মানলেই তো হবে রসুল মানা। এভাবে রুসলের মৃত্যুর দুইশ/ আড়াইশ বছর পর মানুষ কর্তৃক সংগৃহীত সত্য মিথ্যার সংমিশ্রন হাদিস হয়ে গেল রসুলের বিকল্প। তারা রসুল আর হাদিসকে এক ও অভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলেছেন রসুল মানতে, রসুলের মৃত্যুর শত শত বছর পর কে কবে কাদের কাছ থেকে শুনে হাদিস সংগ্রহ করবে সেই হাদিস মানতে বলেননি রসুল মানার জন্য। কুরআন থেকেই রসুলকে মানা সম্ভব এবং সেটাই শতভাগ শুদ্ধ, অন্য কোনভাবে নয়। কুরআনের বাইরের কোন উৎস থেকে শতভাগ রসুল মানা অসম্ভব। কারন সেখানে সত্য মিথ্যার মিশ্রন আছে, যেহেতু আল্লাহ তা সংরক্ষন করেননি। কুরআন মানলেই হবে রসুলের প্রকৃত অনুসরন, কারন রসুল মেনে চলেছেন কুরআন। তাই আসুন যারা বলেন রসুলের অনুসরন করতে হবে, রসুলের সুন্নত অনুসরন করতে হবে তারা কুরআন জানুন, কুরআন মানুন। তাহলেই হবে রসুলের অনুসরন। মানব কর্তৃক সংগ্রহীত হাদিসকে রসুলের হাদিস বলা, তাকে কুরআনের ব্যখ্যা আখ্যায়িত করা, হাদিস ছাড়া কুরআন বোঝা ও মানা যাবে না, হাদিসকে পরোক্ষা ওহী বলা রসুল এবং আল্লাহর বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার এবং ভয়াবহ শিরক ছাড়া আর কিছু নয়।
কুরআন, হাদিস, হাদিস বিতর্ক, শুধু কুরআন, হাদিস অস্বীকার, হাদিস অস্বীকারকারী, হাদিস মানতে হবে, শুধু কুরআন চলবে না, হাদিস বাতিল, হাদিস বাদ, কুরআন অধ্যয়ন, মুশরিক, শরিয়ত, অংশীবাদ, বাংলা অর্থসহ কুরআন পাঠ, মোস্তফা ওয়াহিদুজ্জামান, মেহেদী হাসান, প্রকৃত ইসলাম, আসল ইসলাম, প্রকৃত ঈমান, আসল ঈমান, প্রকৃত মুসলিম, দুনিয়া, আখিরাত, পরকাল, পার্থিব জীবন,
#কুরআন #শুধুকুরআন #মুশরিক #হাদিস #হাদিসবিতর্ক
/ mehedy.hasan.31
Информация по комментариям в разработке