তপন বাগচীর একদিন | Tapan Bagchir Ekdin | Bangla Audio Golpo | Audiobook | Audio Story | Boighor

Описание к видео তপন বাগচীর একদিন | Tapan Bagchir Ekdin | Bangla Audio Golpo | Audiobook | Audio Story | Boighor

মায়া এক আশ্চর্য রকমের অপার্থিব বিষয়। মানুষ যখনই মায়ায় আটকা পড়ে তখনই জীবনের দাগ পুষে বেড়ায়। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরও মানুষ তখন জীবন ছেড়ে কোথাও যেতে পারে না, পালাতে পারে না। জীবন তখন মানুষকে আঁকড়ে ধরে প্রবল, গাঢ় কোনো দুঃখের মতো। মানুষ চায় ঘর, সংসার কিংবা সব ধরনের সম্পর্ক কাচের মতো ভেঙে চুরমার করে দিয়ে নিজেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো একেবারে আলাদা করে নিতে। কিন্তু পারে না। এমনই এক মায়ার মধ্যে আটকে থেকে মানুষ কতশত দুঃখ পুষে বেড়ায়, যন্ত্রণা নিয়ে বেড়ায়। কিন্তু এই এতসব দুঃখ, যন্ত্রণাই মানুষের মনের আয়নায় বই হয়ে থাকে। যে বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠার নাম হয় ‘স্মৃতি’।

১৩টি ভিন্ন-ভিন্ন সাধের গল্প নিয়ে এই গল্পগ্রন্থ। এই বইটির প্রত্যেকটি গল্প পড়ে পাঠকরা জীবনের ঘ্রাণ খুঁজে পাবেন, পাবেন মানুষের ঘ্রাণ। গল্প মূলত জীবনের কথাই বলে, মানুষের কথা বলে। এইযে আমাদের চারপাশে এতসব ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটতে থাকে, কাকতালীয় কিংবা কৌতূহলী যে ব্যাপারগুলোর মধ্য দিয়ে জীবন যায় এগুলোই একেকটি গল্প। এই গল্পগুলোই পাঠক খুঁজে পাবেন ‘তপন বাগচীর একদিন’ বইটিতে।

মাত্র ১১৯ টাকায় সাবস্ক্রাইব করে সকল অডিওবুক শুনতে পারবেন সারামাস!
পছন্দের বইটির অডিওবুক শুনতে ভিজিট করুন বইঘর: http://onelink.to/ud682n

Комментарии

Информация по комментариям в разработке