বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামালের সমাধি | কোথায় ও কি অবস্থায় আছে | Bir Shreshtha Mustafa Kamal Somadhi, Akhaura | Mostafa Kamal (Bir Sreshtho) |
Muhammad Mustafa (Bengali: মুহাম্মদ মুস্তফা), better known as Shaheed Sipahi Muhammad Mustafa was a sepoy in the Bangladesh Army during the Liberation War. He was born on 16 December 1947 in Hajipur village of Daulatkhan upazila under Bhola district. His father, Habibur Rahman was a Havilder. On 18 April 1971, Muhammad Mustafa was killed in a defensive battle against the Pakistan Army in Daruin village of Brahmanbaria. He was awarded the highest recognition of bravery of Bangladesh, that Time not independent Bir Sreshtho.
১৬ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী চতুর্থ ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে এগুতে থাকে। ১৮ই এপ্রিল পরদিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারীর গোলাবর্ষণ শুরু করলে মেজর শাফায়াত জামিল ১১ নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ দেয়ার নির্দেশ দেন। ১১ নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মুনির দরুইনে পৌছেন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরিখায় অবস্থান গ্রহণ করেন। বেলা ১১ টার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাড়ে ১১টার দিকে মোগরা বাজার ও গঙ্গা সাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। ১২ টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে। কয়েক জন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে সরে যেতে থাকে এবং মোস্তফাকে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু তাদের সবাইকে নিরাপদে সরে যাওয়ার সুযোগের জন্য মোস্তফা পূর্ণোদ্যমে এল.এম.জি থেকে গুলি চালাতে থাকেন। তার ৭০ গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি। মোস্তফার ক্রমাগত নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের প্রায় ২০-২৫ জন হতাহত হন এবং তাদের সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফার অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে মোস্তফার এল.এম.জি.-র গুলি নিঃশেষ হয় এবং তিনি মারত্মক ভাবে জখম হন। তখন পাকিস্তান বাহিনীর সৈনিকরা ট্রেঞ্চে এসে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
পুরস্কার ও সম্মাননা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীর শ্রেষ্ঠ পদক দেয়া হয় মোহাম্মদ মোস্তফা কামালকে। এছাড়া তার নামে প্রতিষ্ঠিত কলেজ প্রাঙ্গণের একটি কোণে ভোলা জেলা পরিষদের তত্ত্বাবধানে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল লাইব্রেরি ও জাদুঘর নির্মাণ করা হয়। এছাড়া মোস্তফা কামালের নামানুসারে গ্রামের নাম মৌটুপীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কামালনগর৷
অযত্ন অবহেলায় পড়ে আছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি, দরুইন আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রাম, মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর, দরুইন গ্রাম, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোন রণাঙ্গনে শহীদ হন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের নাম কি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সম্পর্কে ১০টি বাক্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ হয় কত তারিখে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, Mostafa Kamal (Bir Sreshtho), Mostafa Kamal, Kamal, Birsrestha Mohammad Mostafa, Biography Of Birsreshtho Mostafa kamal, mostafa kamal meghna group family, 7 bir sreshtho names with rank, mostafa kamal net worth, mostafa kamal magellan, bir sreshtho mostafa kamal memorial museum, 7 bir sreshtho of bangladesh name, mostafa kamal meghna group net worth,
বাংলার বীরশ্রেষ্ঠদের সমাধি, Shahid Buddhijibi Graveyard mirpur, Shahid Buddhijibi Graveyard mirpur - Wikimapia, Shahid Buddhijibi Koborsthan, বুদ্ধিজীবি স্মৃতি সৌধ, Shahid Buddhijibi Graveyard Mirpur 1 Dhaka, Shahid Buddhijibi Graveyard Mirpur 1, Shahid Buddhijibi Graveyard Dhaka, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ,
শহীদ বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কাকে বলে, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ছিলেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কোথায়, শহীদ বুদ্ধিজীবী কতজন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী দিবসের কবিতা, buddhijibi sriti shod, 14 december 1971 bangla, paragraph on martyred intellectual day, rayer bazar graveyard, Mirpur Buddhijibi Graveyard, Shahid Buddhijibi Smrithisoudha,
মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), Matiur Rahman, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বাংলার ৭ বীরশ্রেষ্ঠ: স্বাধীনতা যুদ্ধে তাঁদের অবদান, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ফ্লা্ইট লেফটেন্যান্ট মতিউর রহমান,
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি, হামিদুর রহমান - উইকিপিডিয়া, Hamidur Rahman, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান এর স্মৃতিসৌধ, যেখানে শুয়ে আছেন আমাদের বীরশ্রেষ্ঠ সাতজন, বীরশ্রেষ্ঠরা কে কোথায় ঘুমিয়ে, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর-জীবনী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পদবী, কোন বীরশ্রেষ্ঠের সমাধি স্থল পাকিস্তানের করাচিতে ছিল?, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?, সাত বীরশ্রেষ্ঠের জীবনী,
Don't forget to like, comment and share this video with your friends:
Like my Page : / silentkillervlog
বিভিন্ন ভ্রমণ জায়গা ও বিষয় ভিত্তিক সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ
Youtube Channel Link: / silentkillerofftopic
Информация по комментариям в разработке