Bakkhali Every Guide || কলকাতা থেকে বকখালি কি ভাবে যাবেন ||কোথায় থাকবেন ||কোথায় খাবেন যাবতীয় তথ্য।

Описание к видео Bakkhali Every Guide || কলকাতা থেকে বকখালি কি ভাবে যাবেন ||কোথায় থাকবেন ||কোথায় খাবেন যাবতীয় তথ্য।

Bakkhali Every Guide || কলকাতা থেকে বকখালি কি ভাবে যাবেন ||কোথায় থাকবেন ||কোথায় খাবেন যাবতীয় তথ্য।
_____________________________________________________________
বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত একটি পর্যটন কেন্দ্র৷ বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকত লালকাঁকড়ার জন্যে বিখ্যাত, নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন৷ এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে। নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফ্রেজারগঞ্জ প্রসিদ্ধি লাভ করেছে।

যোগাযোগ
-------------

বকখালি সমুদ্র সৈকত
কলকাতার সঙ্গে বকখালি সড়কপথে যুক্ত৷ কলকাতা থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক পথে বা রেলপথে নামখানা পযর্ন্ত গিয়ে সেখান থেকে অথবা কলকাতা থেকে সরাসরি বাসযোগে বকখালি যাওয়া যায়। যাওয়ার পথে হাতানিয়া দোহানিয়া নদী পড়ে। এখানে বার্জ যোগে ভারী যান পরিবহণ ব্যবস্থা আছে। এই নদীর ওপর ৮০ মিটার দীর্ঘ সেতু তৈরী হয়েছে কিন্তু এখন সেখানে ছোট ছোট চারচাকার গাড়ি ,টোটো। অটো চলাচল করে ,বাস বা বারো গাড়ি চলাচল এখনো শুরু হয়নি । বকখালিতে পর্যটকদের জন্য একাধিক হোটেল আছে,
তাই কলকাতা থেকে বকখালি কি ভাবে যাবেন ||কোথায় থাকবেন ||কোথায় খাবেন যাবতীয় তথ্য জানতে আমাদের এই ভিডিও টি একবার দেখুন। .

Комментарии

Информация по комментариям в разработке