রমাদানের প্রস্তুতি।

Описание к видео রমাদানের প্রস্তুতি।

রমাদানের প্রস্তুতিঃ রমাদান মাস পাওয়া একটি বিশাল সৌভাগ্যের বিষয়। হাদীসে এসেছে, ‘‘যে ব্যক্তি রমাদান মাস পেলো অথচ তার গুনাহ মাফ করাতে পারল না সে ধ্বংস হোক’’ (শারহুস সুন্নাহ: ৬৮৯)। সুতরাং আমাদের সকলেরই উচিৎ এই মাসকে যথাযথ মর্যাদা দেয়ার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়া। রমযানের প্রস্তুতি হিসাবে এখন থেকেই সকল প্রকার মন্দ কাজ যেমনঃ মিথ্যাবাদিতা, গীবত, অশ্লীলতা, গান-বাজনা, সকল প্রকার নাটক-সিনেমা প্রভৃতি পরিপূর্ণভাবে বর্জন করুন। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি থেকে সকল প্রকার মুভি, নাটক, অশ্লীল ভিডিও, অশ্লীল স্থির ছবি, গান ইত্যাদি সম্পূর্ণরূপে ডিলিট করে দিন। বেগানা মেয়েদের প্রতি কুদৃষ্টি দেওয়া, ফোনে কথা বলা, নেটে চ্যাট করা ইত্যাদি থেকে সম্পূর্ণ বিরত থাকুন। সেই সাথে মুসলিম নারীরাও এধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

যারা নামাযে নিয়মিত ছিলেন না, তারা তওবা করে এখন থেকেই পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করুন। রমাদান মাসে তাহাজ্জুত নামাযের গুরুত্ব অনেক বেশী। তাই এখন থেকেই রাতে উঠে তাহাজ্জুত নামায আদায় করতে অভ্যস্ত হওন। আর সঠিক শুদ্ধভাবে কোরান তিলাওয়াত করতে শিখুন এবং বিভিন্ন সূরা মুখুস্ত করে নিন। রমযান শুরুর আগে রমযান সম্পর্কে জ্ঞান অর্জন করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এবিষয়ে জ্ঞান অর্জন করতে এই বিষয়ের উপর লিখা বই বা সিডি, ভিসিডি ক্রয় করে নিন। আমার দেখা রমযান বিষয়ক খুব ভাল একটি বই “রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল” লেখকঃ আবদুল হামীদ ফাইযী। প্রকাশনায়ঃ তাওহীদ পাবলিকেশন। বইটি আপনি সংগ্রহ করতে পারেন।

হে মুসলিম, এই পবিত্র মাসের দিন ও রাত্রির প্রতিটি মুহূর্তকে আপনার এক একটি সুবর্ণ সুযোগরূপে জ্ঞান করা উচিত। সুতরাং পরকালের পাথেয় সংগ্রহ করতে, কল্যাণের ভাণ্ডার পরিপূর্ণ করতে, আল্লাহর নৈকট্য লাভ করতে কোন প্রকারের অবজ্ঞা প্রদর্শন করা উচিত নয়। অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ কল্যাণের মৌসমসমুহকে হেলায় হারাতে চায় না। বরং সুযোগের সদ্ব্যাবহার করে এবং মহান প্রতিপালকের করুণা লাভের সকল কাজ করার চেষ্টায় থাকে। বিদায় দিনের জন্য পথের সম্বল সাথে করে নেয়। আর কে জানে! হয়তো বা এই বছরের মৃত মানুষদের রেজিস্টারে আপনার নামটিও লিখা আছে। সুতরাং জলদি করুন, শীঘ্র করুন। এখনও সময় আছে, রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে, এখন থেকেই রমযানের প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ, আমাদেরকে রমযান পর্যন্ত পৌঁছিয়ে দিক। আমীন...।

গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এই বিষয়টি প্রতিটি মুসলিম নারী পুরুষকে অবশ্যই জেনে রাখা উচিৎ। নিজে জানুন এবং লাইক শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। সেই সাথে পরিপূর্ণ স্বচ্ছ HD Quality সম্পন্ন ইসলামিক লেকচারের ভিডিও পেতে, অবশ্যই আমাদের চ্যানেলটি Subscribe করে রাখবেন। ইনশাআল্লাহ। আমাদেরঃ-

ইউটিউব চ্যানেলঃ    / islamicmediabd17  
ইউটিউব চ্যানেলঃ    / salimhosen  
ফেসবুক অ্যাডমিনঃ https://fb.com/bd.salimhosen

#SahihHadith #সহিহ_হাদিস

Комментарии

Информация по комментариям в разработке