নেতারহাট থেকে লোধ ফলস যাওয়া॥Jharkhand highest waterfall LODH/বর্ষায় ঘুরতে যাওয়ার মনের মত জায়গা

Описание к видео নেতারহাট থেকে লোধ ফলস যাওয়া॥Jharkhand highest waterfall LODH/বর্ষায় ঘুরতে যাওয়ার মনের মত জায়গা

কোলকাতার কাছেই আছে সুন্দর সুন্দর জায়গা, যেখানে সৌন্দর্য বর্ষাকাল বা তার ঠিক পড়েই ভালো লাগতে পারে। এমনকি শীতের আমেজ মাখতে যাওয়াই যায়। আজ তেমনই এক ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য।

ঝাড়খণ্ড এর উচ্চতম ও ভারতের 21তম ঝর্না হিসেবে পরিচিত লোধ ফলস, 143 Metter। এখানে আমরা নেতারহাট থেকে গেছি, দূরত্ব প্রায় 60km। সবচেয়ে কাছের স্টেশন হল ডালগাঁও ও বারওয়াধ। কিন্তু রেগুলার ট্রেন নেই মেন রুট এর সাথে। বেস্ট হল নেতারহাট থেকেই যাওয়া। ওনেকে পালামৌ থেকে ঘুরতে যায়। এই ফরেস্ট এরিয়াতেই পড়ে। ঘন সবুজ বন এর মাঝখানে এই সুন্দর ঝর্না! দেখতে মনোরম লাগে। সাথে শোনা যায় এর জল বড় পবিত্র। এই জলে ওনেক খনিজ উপাদান আছে, তাই স্নান করে ওনেকেই। যদি ও বর্ষায় নামা নিষেধ। আরও জল বাড়লে কাঠের সেতু অবধি যাওয়া মানা। আমাদের কপাল ভালো যে সেতুতে দাড়িয়ে ফোটো সেশন করেছিলাম।


যাইহোক আপনার চাইলে একবার লোধ ঘুরে আসতে পারেন। গাড়ি ভাড়া সারাদিন মিলিয়ে 3500 পড়েছিল আমাদের। বড় গাড়ি বেশ। ড্রাইভার এর নাম্বার পরের ভিডিও তে আমরা দেব।


আগের ভ্লগ টা দেখে নিতে পারেন কিভাবে নেতারহাট গেলাম





Stay with vacation envelope ❤️

Комментарии

Информация по комментариям в разработке