তাওহীদ বিশুদ্ধ থাকলে ভয় নেই
• তাওহীদ বিশুদ্ধ থাকলে, ভয় নেই | জুমুআর খুত...
যার মধ্যে তাওহীদ নেই তার জান্নাত নেই
He Who Does Not Have Tawheed Does Not Have Paradise
যার মধ্যে তাওহীদ নেই তার জান্নাত নেই
• যার মধ্যে তাওহীদ নেই তার জান্নাত নেই | শায়...
তাওহীদ কি ? যার তাওহীদ নাই তার ইমান নাই.
• তাওহীদ কি ? যার তাওহীদ নাই তার ইমান নাই. ...
তাওহীদ বিশুদ্ধ থাকলে, ভয় নেই |
• তাওহীদ বিশুদ্ধ থাকলে, ভয় নেই | জুমুআর খুত...
তাওহীদ 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগ
• তাওহীদ ৪: 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর অর্থ, ব...
বিশুদ্ধ/নির্ভেজাল তাওহীদের প্রতিদান।
• বিশুদ্ধ/নির্ভেজাল তাওহীদের প্রতিদান।।বিশুদ...
ঈমান ছাড়া জান্নাত নাই |
• ঈমান ছাড়া জান্নাত নাই | শুনেই দেখুন জীবন প...
তাওহীদ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। তাওহিদ এর অর্থ- আল্লাহ ব্যতীত সকল কিছুর ইবাদত বর্জন করে বাহ্যিক ও অন্তর্নিহিতভাবে সমস্ত বক্তব্য ও কর্ম এবং সমস্ত উপাসনার জন্য আল্লাহকে একচ্ছত্র করা। তাওহীদ স্বীকার করা ও জীবনের সবক্ষেত্রে প্রতিষ্ঠা করা মুসলিম ব্যক্তির উদ্দেশ্য। তাওহীদ হলো ইসলাম ধর্মের কেন্দ্রীয় এবং একক অতি গুরুত্বপূর্ণ সত্য, যে ভিত্তির ওপর একজন মুসলমানের পুরো ধর্মীয় অনুষঙ্গটি নির্ভর করে। এটি দ্ব্যর্থহীনভাবে মনে করা হয় যে ইসলাম অনুসারে ঈশ্বরই (আরবি: الله اللهā) এক (আল-আহাদ) এবং একক (আল-ওয়াহাদ)। আল্লাহ একমাত্র 'সত্য মাবুদ' (ঈশ্বর)। #তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তাঁর কর্মসমূহে, তাঁর নাম ও গুণাবলীতে এবং বান্দার সমস্ত ইবাদতের কেন্দ্রবিন্দু হিসাবে এক, একক ও একমাত্র মানা। তাওহীদের তিনটি অংশ- 1 - তাওহীদ আর রুবুবিয়াহ (আল্লাহর কর্মে ও প্রভুত্বে ঐক্য বজায় রাখা) তিনি একাই হলেন স্রষ্টা (স্রষ্টা) এবং মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী (ইত্যাদি) এবং আল্লাহ কারও কাছে দায়বদ্ধ নন। 2 - তাওহীদ আল ইবাদাহ (উলুহিয়াহ) (বান্দার সমস্ত ইবাদত/উপাসনা একমাত্র আল্লাহর জন্য করা) এবং কোনও মধ্যস্থতাকারী ছাড়াই ... কেবলমাত্র আল্লাহরই কাছে প্রার্থনা ও প্রার্থনা পাবার এবং কুরবানী ও উপাসনা পাবার অধিকার রয়েছে। 3 - তাওহীদ আল-আসমা ’ওয়া’ল সিফাত (আল্লাহর নাম ও বৈশিষ্ট্যের একত্ব) এর অর্থ আল্লাহর নাম ও গুণাবলীর সত্যতা নিশ্চিত করা এবং বিশ্বাস করা যে তাঁর নাম ও গুণাবলীতে আল্লাহর মতো আর কোনো কিছু নেই। আল্লাহর তাওহীদের দিকেই সকলকে আহব্বান করেছেন মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। (সহীহ আল বুখারী 7372)
আল্লাহর অবিভাজ্য একত্বই তাওহিদ
তাওহিদ সমস্ত ইসলামী বিশ্বাসের কেন্দ্রবিন্দু। তাওহিদ হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তাঁর সাথে তুলনীয় কেউ নেই। আমরা কখনই আল্লাহকে বুঝতে পারব না কারণ তাঁর প্রকৃতি আমাদের সীমিত মন জানে না। আমরা আল্লাহর সৃষ্টি, কিন্তু তিনি নিজে সৃষ্ট নন। আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান, একমাত্র উপাস্য। আমাদের প্রতিপালক আল্লাহ তায়ালা। আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আল্লাহ ছাড়া কোনো 'সত্য ঈশ্বর'/ 'সত্য উপাস্য' নেই।
নিখাঁদ তাওহীদ জান্নাতের নিশ্চয়তা
“‘উবাদাহ্ ইবনুস্ সামেত (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ ফরমান : যে ব্যক্তি এ মর্মে স্বাক্ষ্য দেবে যে, আল্লাহ তা‘আলা ছাড়া কোনো সত্যিকারের ইলাই নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আর এ কথাও স্বাক্ষ্য দেবে যে, মুহাম্মদ (সাঃ) তার বান্দাহ ও রাসূল। (আরও ঈমান রাখবে যে,) নিশ্চয়ই ‘ঈসা ('আঃ) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল এবং তার কালিমা, যা তিনি মারইয়ামের মাঝে অনুপ্রবিষ্ট করিয়েছিলেন। আর তিনি তার তরফ হতে রূহ্ বিশেষ। (আরো বিশ্বাস রাখবে যে,) জান্নাত সত্য এবং জাহান্নামও সত্য, তার ‘আমল যা হোক না কেনো, আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহীহুল বুখারী- হাঃ ৩৪৩৫ ও সহীহ মুসলিম- হাঃ ২৮।
তাওহীদের পারিভাষিক অর্থ কি?
তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ । ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয় । তাওহিদের মূল কথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয় । তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয় ।
তাওহীদে তিন অংশ কি কি?
তাওহিদকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে; যথা, তাওহিদ আল-রুবুবিয়্যাহ (ঐশ্বরিক প্রভুত্বের একত্ব), তাওহিদ আল-উলুহিয়্যাহ (ঐশ্বরিকতার একত্ব) এবং তাওহীদ আল-আসমা ওয়াল-সিফাত (ঐশ্বরিক নাম ও গুণাবলীর একত্ব)।
"আল্লাহ, তিনি ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই; সুন্দর নামসমূহ তাঁরই।" "তিনিই আল্লাহ্, তোমাদের প্রতিপালক। সমস্ত কর্তৃত্ব তাঁরই। আর তোমরা আল্লাহ্-র পরিবর্তে যাদেরকে ডাকো (যাদের কাছে দুআ করো), তারা তো খেজুর আঁটির উপরে পাতলা আবরণেরও (অতি তুচ্ছ কিছুরও) মালিক নয়।"
, তাওহীদ বা আল্লাহর একত্ববাদে সত্যিকারের বিশ্বাস অর্জন করা সম্ভব শুধুমাত্র এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল । এটি অর্জন করা দুটি স্তরের, একটি ফরয এবং একটি মুস্তাহাব।
তাওহীদ মানে আল্লাহর একত্বে বিশ্বাস করা বা তাঁর সাথে কোন কিছুকে শরীক না করা । তাওহীদকেও বোঝা যায় মানুষ একাকী আল্লাহর উপাসনা করে। তাওহীদের শিক্ষা বলতে বিভিন্ন উপায় তৈরি করার প্রচেষ্টা বোঝায় যাতে শিশুরা তাদের জীবনে তাওহীদের ধারণা জানতে, বুঝতে এবং অনুশীলন করতে পারে।
আল্লাহ তা’আলা এরশাদ করেন,
‘‘নিশ্চয়ই ইবরাহীম ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মত বিশেষ। এবং তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিলেন না।’’ (নাহলঃ১২০)
‘‘আর যারা তাদের রবের সাথে শিরক করে না’’ (মুমিনুনঃ ৫৯)
• ছাত্রদেরকে তাওহীদ সম্পৰ্কে স্বচ্ছ ও বিশুদ্...
• Tawhid Keno Nosto তাওহীদ কেন নষ্ট হয় শায়খ...
• bangla waz - ঈমান কি | ঈমান ছাড়া জান্নাত ন...
• যে কারণে মুগ্ধ হলেন বছরের শেষ আলোচনায়,বিশু...
He Who Does Not Have Tawheed Does Not Have Paradise
Информация по комментариям в разработке