কুল বা বরই চাষ পদ্ধতি-পর্ব ১ ( মাটি, জলবায়ু, চারা লাগানো, জাত, সার প্রয়োগ,গর্ত পদ্ধতি Plum Garden

Описание к видео কুল বা বরই চাষ পদ্ধতি-পর্ব ১ ( মাটি, জলবায়ু, চারা লাগানো, জাত, সার প্রয়োগ,গর্ত পদ্ধতি Plum Garden

লাভজনক বরই বা কুল চাষ করতে হলে অবশ্যই মাটি ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু , নির্দিষ্ট সময় চারা লাগানো পদ্ধতি এবং চারা লাগানোর দূরত্ব অবশ্যই নিয়মমাফিক করতে হবে । বাণিজ্যিকভাবে বরই চাষ করার জন্য জাত খুবই গুরুত্বপূর্ণ ।
এই চ্যানেলের মাধ্যমে কৃষি, মৎস্য, ডেইরি , পোল্ট্রি শিল্পের গবেষণা, উন্নয়ন, সমস্যা, সমাধান তুলেধরা হয়। আপনি আপনার শিল্পের প্রতিবেদন, প্রচার ও প্রসারের ক্ষেত্রে চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ফুল, ফল, নার্সারী, বন, ঔষধি, বৃক্ষ, মৎস্য চাষ, পোনা, ফিড, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘাস, কৃষির মেশিন ইত্যাদি কৃষি সম্পর্কিত গবেষণা, খামার, বাগানি ও কৃষকের কথা বলা হয়। মনে রাখবেন আমরা বাস্তবোতায় বিশ্বাসী। এই চ্যানেলের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি । ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке