❤ দেখুন বদর যুদ্ধের ১৪ জন শহীদ সাহাবীদের নাম || মুসলিম বীরদের ইতিহাস | সাহাবীদের ঘটনা | আমাদের ইসলাম

Описание к видео ❤ দেখুন বদর যুদ্ধের ১৪ জন শহীদ সাহাবীদের নাম || মুসলিম বীরদের ইতিহাস | সাহাবীদের ঘটনা | আমাদের ইসলাম

বদরের যুদ্ধে শহীদ সাহাবী সংখ্যা ১৪ জন। এর মধ্যে মুহাজির ৬ জন এবং আনসার ৮ জন। মুহাজির অর্থ হিজরতকারী এবং আনসার অর্থ সাহায্যকারী। অর্থাৎ, রসুলুল্লাহ (সঃ) এর সাথে মক্কা থেকে মদিনায় হিজরতকারীদের বলা হয় মুহাজির। অন্যদিকে, মদিনায় যারা মুহাজির তথা মুসলিমদের সাহায্য করেছিলেন তাদের বলা হয় আনসার। রসুলুল্লাহ (সঃ) আনসারদের কাছ থেকে ইসলামের বার্তা প্রচার সাহায্য পেয়েছিলেন। মূলত সবই ছিল আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যের অংশবিশেষ।

ইবনে ইসহাক বলেন, মুসলিম বাহিনীতে অশ্বারোহী যোদ্ধা ছিলেন মাত্র দুই জন। একজন হলেন মিকদাদ ইবনে আসওয়াদ। তার ঘোড়ার নাম ছিল আযজা বা সাবহা। দ্বিতীয়জন হলেন যুবায়র ইবনে আওআম। তার ঘোড়ার নাম ছিল ইয়াসূব। মুসলিম বাহিনীর পতাকা ছিল মুসআব ইবনে উমায়রের হাতে। এছাড়া মুহাজির ও আনসারদের ভিন্ন ভিন্ন আরও দুইটি ঝাণ্ডা ছিল। মুহাজিরদের ঝান্ডা বহনকারী ছিলেন আলী ইবনে আবু তালিব (রাঃ) এবং আনসারদের ঝান্ডা বহনকারী ছিলেন সাআদ ইবনে উবাদা (রাঃ)। মুহাজিরদের মধ্যে প্রধান পরামর্শদাতা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এবং আনসারদের মধ্যে পরামর্শদানকারীদের মধ্যে প্রধান ছিলেন সাআদ ইবনে মুআয (রাঃ)

বদর যুদ্ধে শহীদ সাহাবীদের নামঃ
মুহাজিরদের মধ্যে বদর যুদ্ধে শহীদ সাহাবী ৬ জন। তারা হলেন -
১। উবায়দা ইবনে হারিছ ইবনে মুত্তালিব।
২। উমায়র ইবনে আবু ওয়াককাস যুহরী। তিনি সাআদ ইবনে আবু ওয়াককাসের ভাই ছিলেন। আস ইবনে সাঈদ তাকে হত্যা করে। সে সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর।
৩। যুশ শিমালায়ন ইবনে আবদে আমর আল-খুযাঈ। তিনি ছিলেন বনু যুহরা গোত্রের মিত্র।
৪। সাফওয়ান ইবনে বায়যা।
৫। আকিল ইবনে বুকায়র আল-লায়ছী। তিনি বনু আদির মিত্র ছিলেন।
৬। মিহজা। তিনি ছিলেন হযরত উমর (রাঃ) এর আযাদকৃত গোলাম। বদর যুদ্ধের প্রথম শহীদ তিনি।
আনসারদের মধ্যে বদর যুদ্ধে শহীদ সাহাবী ৮ জন। তারা হলেন -
৭। হারিছা ইবনে সুরাকা। হিব্বান ইবনে আরফা। শত্রুদের নিক্ষিপ্ত তীর তার গলাতে লেগে তিনি শহীদ হন।
৮। মুআয ইবনে আফরা এবং তার ভাই -
৯। আওফ ইবনে আফরা। এরা দুই বালকই বদর যুদ্ধে আবু জাহেলকে হত্যা করে।
১০। ইয়াযীদ ইবনে হারিছ। তাকে ইবনে ফুসহাম নামেও ডাকা হয়।
১১। উমায়র ইবনে হুমাম।
১২। রাফি ইবন মুআল্লা ইবন লাওযান।
১৩। সাআদ ইবনে খায়ছামা।
১৪। মুবাশশির ইবন আবদুল মুনযির (রাঃ)


#বদরযুদ্ধেশহীদসাহাবীদেরনাম #বদরযুদ্ধেরইতিহাস #সাহাবীদেরঘটনা

Комментарии

Информация по комментариям в разработке