How to Make an Affidavit for Land Registration, জমি নিবন্ধনের সময় কিভাবে হলফনামা তৈরী করবেন, How to write a Halafnama for Land Registration (BD), হলফনামা বা এফিডেভিট কিভাবে করতে হয়, হলফনামা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অধিকাংশ মানুষেরই এর প্রয়োজন হয়। হলফনামাকে ইংরেজীতে বলে এফিডেভিট এর হরেকরকম ব্যবহার রয়েছে। বিভিন্ন কাজে হলফনামা সম্পাদনের প্রয়োজন পড়ে। জমি কেনাবেচা, বিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ, নাম পরিবর্তন বা সংশোধনসহ বিভিন্ন কাজে দেশে-বিদেশে এর বহুবিধ ব্যবহার রয়েছে। তাছাড়া বিভিন্ন দলিল তৈরির কাজেও লাগে এই হলফনামা। নিয়মকানুন মেনেই তা সম্পাদন করতে হয়। **স্থাবর সিম্পত্তির বর্ণনা সম্বলিত দলিল নিবন্ধনের ক্ষেত্রে দলিল দাতা বা গ্রহীতা বা নিযুক্ত অ্যাটর্নি, প্রতিনিধি বা অ্যাসাইনি প্রদত্ত হলফনামা কিভাবে তৈরী করতে হয় এবার সে বিষয় আলোচনা করব। First of All: হলফনামা কথাটি একটু বড় ফন্টে লিখতে হব। এর ঠিক নীচে ব্রাকেটের ভিতরে লিখতে হবে। [রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২ নং আদেশ, ১৯০৮ সনের নিবন্ধন আইন Section 52A(g) এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের Section 53E অনুসারে প্রদত্ত হলফনামা] অতঃপর- হলফনামাতে হলফকারীর পূর্ণ নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জাতীয়তা, বয়স, পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে। সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। হলফকারী ব্যক্তি কী বিষয়ে, কী কারণে ও কেন হলফ করছেন, তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। * এই মর্মে ঘোষণাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি বা আমরা বাংলাদেশের নাগরিক, প্রযোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হলে উক্ত দেশের নাম উল্লেখ করতে হবে। ** হলফনামাকারীকে যে সব ঘোষণাগুলো করতে হবে তা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। ১) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং-৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে; ২) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিস্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং-১৬) এর অর্থানুযায়ী পরিত্যক্ত সম্পত্তি নহে; ৩) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাতত: বলবত কোন আইনে সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয় নাই; ৪) প্রস্তাবিত হস্তান্তর আপাতত বলবত অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে; ৫) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫এ অনুযায়ী বাতিলযোগ্য নহে; এবং ৬) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্যায়ন করা হয় নাই এবং উল্লেখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।
হলফকারী বা হলফকারীগণের স্বাক্ষর:
সনাক্তকারীর ঘোষণা:
"Legal assistance for helpless people"
Md. Belayet Hossain
Director
Legal Knowledge
Advocate
Judge Court
Madaripur
Bangladesh
Member
Dhaka Taxes Bar Association
Dhaka, Bangladesh
[email protected]
Cell: 01724-583880
Related tags:
What is affidavit?, হলফনামা কি?, How to make an affidavit, what is an example of an affidavit?, what is affidavit certificate, how to write an affidavit, what is affidavit in bangla, affidavit template, who can sign an affidavit, affidavit sample, purpose of an affidavit, স্ট্যাম্প এবং হলফনামা কি, হলফনামা বা এফিডেভিট কিভাবে করতে হয়, ফিডেভিট বা হলফনামা কেন দরকার হয়? What is affidavit?,হলফনামা কি?,How to make an affidavit,how to write an affidavit bd,how to get an affidavit,affidavit procedure in bd,types of affidavits, how to write an affidavit bd,how to get an affidavit,affidavit format,affidavit procedure in bd,affidavit meaning in bd,importance of affidavit,types of affidavits,when affidavit is required,হলফনামা ফরমেট,হলফনামা in english,বিয়ের হলফনামা,এফিডেভিট এর নমুনা,জমির হলফনামা,নাম সংশোধনের হলফনামা,হলফনামা করার নিয়ম,হলফনামা লেখার নিয়ম,
#Affidavit_Halafnama_Notary#Legal_Knowledge_01724583880
Информация по комментариям в разработке