আমাকে আমার মত পাকতে দাও | আম চাষির ঘামেই উঠে আমের রাজ্য | Mango Market in Bangladesh | যেখানে শুধু আম নয় আছে হাজারো গল্প | গ্রামীন ভালোবাসা
বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার। এই হাটটি "আমের রাজধানী" হিসেবে পরিচিত রাজশাহীর অন্যতম প্রধান পাইকারি আম বাজার। প্রতি মৌসুমে এখানে লক্ষাধিক মণ আম কেনাবেচা হয়, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় ।
আমের রাজধানী রাজশাহীর বাজারে উঠেছে বাহারি আম। গ্রামগঞ্জের ছোট ছোট হাট-বাজার থেকে শুরু করে শহরের বড় বড় আড়তে এখন আমের স্তূপ।
আর এই পাকা আমের ম ম গন্ধে মাতোয়ারা চারদিক। যে দিকেই চোখ যায়, চারদিকে শুধু আম আর আম। আর প্রতিবারের মতো এবারও রাজশাহীর আমের সবচেয়ে বড় হাট বসেছে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমি আম ব্যবসায়ীরা ভিড় করেন এই হাটে। পাইকারি বাজার হলেও এখানে খুচরা আম কিনতে পাওয়া যায়। তাই অনেকে আসেন পরিবারের জন্যও সুমিষ্ট আম কিনতে।
বাজার ঘুরে দেখা গেছে, বানেশ্বর বাজারের আশপাশের সড়কগুলোতে এখন শুধুই আম ভর্তি ভ্যান ও ট্রলির আনাগোনা। সবার গন্তব্য বানেশ্বর বাজার। বাজারের অসংখ্য আড়তে উঠেছে নানা জাতের আম।
বাজারে প্রতি মণ গুটি আম ৭০০-১০০০ টাকা, গোপালভোগ ১৫০০-২০০০ টাকা, লকনা ৯০০-১০০০ টাকা, হিমসাগর ১৫০০-২০০০ টাকা, লক্ষণভোগ ১০০০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আড়তদাররা জানান, সবগুলো আড়তেই টাটকা আমের আমদানি। এখন আড়তে যেসব আম আছে, তার অধিকাংশই গাছ পাকা। আর শক্ত থাকতেই গাছ থেকে নামানো হয়েছে যেসব আম তা দূর-দূরান্তে পাঠানোর জন্য।
প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে বানেশ্বর বাজার। এ বাজার থেকেই আম যায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রায় শতাধিক আড়তদার এখানে ব্যবসা করেন।
বানেশ্বর বাজারের আড়তদার মানিক মিয়া জানান, এ বাজারে পুঠিয়া, চারঘাট, বাঘা, বেলপুকুর, মনিহার, দুর্গাপুরসহ রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আম আসে। গুঁটি, গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া, আম্রপালিসহ বাহারি আম বাজারে এসেছে।
এখানকার এসব টাটকা আম ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় আম পাঠানো হয় জানান তারা। বানেশ্বর হাটে আম কিনতে ভিড় করেছেন কয়েকজন ক্রেতা।
বাজারে আসা আম চাষি রফিকুল জানান, জেলা প্রশাসনের নির্দেশনা ও বেঁধে দেওয়া সময় সূচি মেনে রাজশাহীতে গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে।
জৈষ্ঠ্যের তাপদাহ যতই বাড়ছে বিভিন্ন জাতের আম ততই পেকে যাচ্ছে। তবে এবার ফলন খুব ভালো হলেও দাম কম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বানেশ্বর হচ্ছে আমের সবচেয়ে বড় বাজার। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে আম কেনেন। এখানে আমাদের একটা নিরাপত্তার বিষয় আছে।
ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে আম বেচা কেনা করতে পারে, তাদের মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে এই বিযয় গুলোতে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
আমের সময় রাস্তাটা প্রায় বন্ধ হয়ে যায়, আমরাও বেশ সচেতন থাকি। যাতে চুরি-ডাকাতি না হয়, যানবহন চলাচল স্বাভাবিক থাকে, ট্রাফিকটা সুন্দর থাকে আমরা সে বিষয় লক্ষ্য রাখা হয় বলেও জানান তিনি।
🥭বানেশ্বর হাটের বৈশিষ্ট্য
অবস্থান: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা।
হাটবার: প্রতিবারের মতো শনিবার ও মঙ্গলবার হাট বসে, তবে মৌসুমে প্রতিদিনই আমের কেনাবেচা চলে ।
প্রধান আমের জাত: গুটি, গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া, আম্রপালি ইত্যাদি।
মূল্য: ২০২৪ সালের মৌসুমে গোপালভোগ আম প্রতি মণ ২,৪০০ থেকে ৩,০০০ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১,০০০ টাকা বেশি ।
🥭 বানেশ্বর হাট গুরুত্বপূর্ণ?
বানেশ্বর হাটে রাজশাহীর বিভিন্ন উপজেলা যেমন চারঘাট, বাঘা, দুর্গাপুর, মোহনপুর, বাগমারা ইত্যাদি এলাকা থেকে আম আসে। এখানে প্রায় শতাধিক আড়তদার ব্যবসা করেন এবং প্রতিদিন হাজারো চাষি ও পাইকারি ব্যবসায়ী এখানে আম বিক্রি ও কিনতে আসেন ।
🥭 সাম্প্রতিক পরিস্থিতি
২০২৫ সালের মে মাসে গুটি জাতের আমের সরবরাহ কিছুটা কম থাকলেও, গোপালভোগ ও অন্যান্য সুস্বাদু জাতের আম বাজারে আসার সঙ্গে সঙ্গে হাট জমে উঠেছে। চাষিরা জানান, ফলন তুলনামূলক কম হলেও দাম ভালো পাওয়ায় তারা সন্তুষ্ট ।
🥭 বাংলাদেশের সবচেয়ে বড় আম হাট! রাজশাহীর বানেশ্বর হাটের অভিজ্ঞতা
🥭 রাজশাহীর বানেশ্বর: আমের রাজধানী | Mango Market of Bangladesh
🥭 প্রতিদিন কোটি টাকার আম বেচাকেনা! রাজশাহীর বানেশ্বর হাটে যা দেখলাম
🥭 রাজশাহীর বিখ্যাত আম হাট! গোপালভোগ থেকে হিমসাগর সবই এখানে
🥭 আম আর ভালোবাসার গল্প | বানেশ্বর হাটে একদিন
🥭 গ্রামের হাটে আমের উৎসব | হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য
🥭 BANESHWAR Mango Market Vlog 🍋 | Biggest Mango Hub in Bangladesh!
🥭 যেখানে শুধু আম নয়, আছে হাজারো গল্প! Baneshwar Mango Haat Tour
🥭 ভোরে উঠে চলে গেলাম আম হাটে! রাজশাহীর বানেশ্বর এক্সপ্লোর 🥭
#আম
#রাজশাহীরআম
#গ্রামীন_ভালোবাসা
#RajshahiMango
#BaneshwarHaat
#grameenvalobasa
#RajshahiMango
#MangoMarket
#রাজশাহীরআম
#আমেররাজধানী
#BaneshwarMango
#MangoOfBangladesh
#BiggestMangoMarket
#গোপালভোগ
#হিমসাগর
#VillageVlog
#BangladeshVlog
#TraditionalMarket
#FruitMarket
#RuralBangladesh
#BaneshwarHaat
#RajshahiMango
#MangoMarket
#VillageVlog
#বাংলাদেশ
Информация по комментариям в разработке