মানুষ কবিতা | নবম-দশম | SSC | Manus Kobita |

Описание к видео মানুষ কবিতা | নবম-দশম | SSC | Manus Kobita |

মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১। গােশত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিল?
উত্তর : গােশত-রুটি নিয়ে মােল্লা মসজিদে তালা দিল ।
প্রশ্ন ২। মসজিদে কে তালা দিল?
উত্তর : মসজিদে মােল্লা তালা দিল
প্রশ্ন ৩। আজারি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আজারি’ শব্দের অর্থ বুগণ বা ব্যথিত ।
প্রশ্ন ৪। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন ৫। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ সতেরাে বার ভারতবর্ষ আক্রমণ করেন।
প্রশ্ন ৬। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
উত্তর : মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি।
প্রশ্ন ৭। মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পথিকের বস্তু ছিল জীর্ণ।
প্রশ্ন ৮। পথিক কী বলে পূজারিকে ডাক দিল?
উত্তর : পথিক ‘বাবা’ বলে পূজারিকে ডাক দিল।
প্রশ্ন ৯। ‘মানুষ’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর : মানুষ’ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ১০। কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম- রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ ।
প্রশ্ন ১১। ফুকারি শব্দের অর্থ কী?
উত্তর : ফুকারি শব্দের অর্থ চিৎকার করে।
প্রশ্ন ১২। মােল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর : মােল্লা মুসাফিরকে গাে-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
প্রশ্ন ১৩। কে মন্দিরের দরজা বন্ধ করেছিল?
উত্তর : পূজারি মন্দিরের দরজা বন্ধ করেছিল।
প্রশ্ন ১৪। ‘মানুষ’ কবিতায় যে দেবতার বরে রাজা হয়ে যাবে এটা কে ভেবেছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় মন্দিরের পূজারি ভেবেছিল যে, দেবতার বরে সে রাজা হয়ে যাবে।
প্রশ্ন ১৫। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৬। কাজী নজরুল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৭। দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
উত্তর : দরিরামপুর হাই স্কুল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অবস্থিত।
প্রশ্ন ১৮। কত সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯১৪ সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়।
প্রশ্ন ১৯। কত বছর বয়সে কাজী নজরুল দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তরঃ চল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
প্রশ্ন ২০। কত সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়?
উত্তর : ১৯৭২ সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়।
প্রশ্ন ২১। কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ২২। বাংলা কোন মাসের কত তারিখে নজরুল মারা যান?
উত্তর : বাংলা ভাদ্র মাসের ১২ তারিখে কাজী নজরুল ইসলাম মারা যান।
প্রশ্ন ২৩। কবির মতে কিসের চেয়ে বড় কিছু নাই?
উত্তর : কবির মতে মানুষের চেয়ে বড় কিছু নাই ।
প্রশ্ন ২৪। ‘মানুষ’ কবিতায় কাকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পূজারিকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে।
প্রশ্ন ২৫। ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল কী ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল শিরনি ছিল ।
প্রশ্ন ২৬। মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল কী বেঁচে গেছে?
উত্তর : অঢেল গােশত-রুটি বেঁচে গেছে।
প্রশ্ন ২৭। কার গায়ে আজারির চিন ছিল?
উত্তর : মুসাফিরের গায়ে আজারির চিন ছিল।
প্রশ্ন ২৮। মুসাফিরের কথা শুনে মােল্লা কী করে?
উত্তর : মুসাফিরের কথা শুনে মােল্লা তেরিয়া ওঠে।
প্রশ্ন ২৯। গােশত-রুটি নিয়ে মােল্লা কী করল?
উত্তর : গােশত-রুটি নিয়ে মােল্লা মসজিদে তালা দিল ।
প্রশ্ন ৩০। কালাপাহাড় অনেক কী ধ্বংস করেছেন?
উত্তর :কালাপাহাড় অনেক দেবালয় ধ্বংস করেছেন।
প্রশ্ন ৩১। গাে-ভাগাড় মানে কী?
উত্তর : গাে-ভাগাড় মানে হচ্ছে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান।


🟥 নবম-দশম বোর্ড বাংলা ব্যাকরণ বইয়ের ব্যাখ্যা (পরিচ্ছেদ:১-৪৩):    • SSC-25 বোর্ড বাংলা ব্যাকরণ বইয়ের ব্যা...  
.
🟨 নবম-দশম সকল কবিতার ব্যাখ্যা:    • সকল কবিতার ব্যাখ্যা (SSC-25)  
.
🟪 নবম-দশম সকল গদ্যের ব্যাখ্যা:    • সকল গদ্যের ব্যাখ্যা (SSC-25)  
.
🟦 কাকতাড়ুয়া উপন্যাস ও বহিপীর নাটক (নবম-দশম/SSC):    • কাকতাড়ুয়া উপন্যাস ও বহিপীর নাটক (দশম/...  
.
🟫 পাঁচমিশালি:    • পাঁচমিশালি (খুবই গুরুত্বপূর্ণ 🥰)  
.
🟧 BGS & GK:    • বাংলাদেশ ও বিশ্বপরিচয় [BGS:SSC-25]  
.
🟥 রচনা ও ভাব-সম্প্রসারণ:    • রচনা ও ভাব-সম্প্রসারণ  
.
নবম-দশম/SSC-24 সাজেশন:    • SSC-25 Test Suggestion  
.
🟪 ক্লাস-১০ (SSC-24 Suggestion):    • ক্লাস-১০ (SSC-24 Suggestion)  
.
🟨 English Magical Class (Class-8,9,10,11,12):    • English Magical Class (Class-8,9,10,1...  
.
🟪 উচ্চতর গণিত উপপাদ্য (নবম-দশম):    • উচ্চতর গণিত উপপাদ্য (নবম-দশম)  
.

Комментарии

Информация по комментариям в разработке