নিয়তির লিখন। ঈশপের গল্প। গল্প পাঠ: আবদুর রাজ্জাক

Описание к видео নিয়তির লিখন। ঈশপের গল্প। গল্প পাঠ: আবদুর রাজ্জাক

নিয়তির লিখন। ঈশপের গল্প। গল্প পাঠ: আবদুর রাজ্জাক

নিয়তির লিখন
একজন ভীরু ভদ্রলোকের একটিমাত্র ছেলে। ছেলেটি বাবার উল্টো। সে ছিলো দুরন্ত, সাহসী এবং শিকারে অত্যন্ত আগ্রহী। ভদ্রলোক এই নিয়ে উদ্বিগ্ন থাকেন। তিনি একদিন স্বপ্নে দেখলেন, একটি সিংহ তার ছেলেটিকে মেরে ফেলেছে। স্বপ্ন দেখে তিনি খুব ভয় পেলেন। তিনি ভাবতে থাকলেন ছেলের যেমন শিকারের ঝোক সিংহের হাতে মরনই বুঝি তার ভাগ্যে লেখা আছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। নিয়তির লিখনকে উল্টে দেওয়ার জন্য তিনি উঁচু দেওয়াল ঘেরা একটি ঘর তৈরি করলেন এবং চারদিকে প্রহরী নিযুক্ত করলেন এবং ছেলেকে সেই ঘরে বন্ধ করে রাখলেন। ছেলের মনোরঞ্জনের জন্য দেওয়ালে দেওয়ালে নানা ধরণের জন্তু-জানোয়ারের ছবি দেয়ালে দেয়ালে সাজিয়ে রাখলেন। সেখানে স্বপ্নে দেখা সিংহের ছবিও ছিল। শিকার পাগল ছেলের এই জন্তু জানোয়ার দেখে তো আর মন ভরে না। ছবিগুলো দেখে দেখে তার মনের মাঝে আরও বেশি জেদ কাজ করতে লাগলো। একটি দেওয়ালে সিংহের ছবির সামনে দাঁড়িয়ে সে ভীষণ ক্ষেপে গেল। চিৎকার করে সিংহের ছবিটিকে বলতে লাগলো- ধিক তোমাকে, শুধু তোমার জন্য, আর বাবার মিথ্যা স্বপ্নের কারণে আজ আমাকে বন্দি জীবন যাপন করতে হচ্ছে। কী করে যে তোমায় শিক্ষা দিই। এই বলে সে প্রচণ্ড রাগে অন্ধ হয়ে এক ঘুষি বসিয়ে দিল ছবির সিংহের চোখে। ঘুষি গিয়ে লাগলো দেওয়ালে। পাথরের কুচি ভেঙে গিয়ে ঢুকলো তার নখের নিচে। প্রচণ্ড ব্যথা পেল সে, নখের ব্যথায় আঙ্গল ফুলে একাকার, সেই সঙ্গে গায়ে এল জ্বর। জখম আর জ্বর কিছুতেই কাটিয়ে উঠতে পারল না ছেলেটি। মৃত্যু হল তার। সিংহটি যদিও ছবির সিংহ ছিল তারপরও সেই সিংহই হল তার মৃত্যুর কারণ। তার বাবা শত চেষ্টা করেও সিংহের হাত থেকে ছেলেকে রক্ষা করতে পারলো না।

শিক্ষা: ধৈর্য ও সাহসের সঙ্গে নিজেকে ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত। কারণ নিয়তির লেখা খণ্ডানোর চেষ্টা বৃথা।

#AesopsFables
#Fables
#MoralStories
#ClassicTales
#ChildrenLiterature
#LifeLessons
#Storytelling
#AnimalCharacters
#AncientGreekLiterature
#TimelessWisdom
#Parables
#Folklore
#TeachingValues
#ShortStories
#EthicalStories

Комментарии

Информация по комментариям в разработке