ক্ষুধা সম্পর্কে আল্লাহ যা বলেন | Daily Al-Quran | Valuable Topics Al-Quran
(1) এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। (Al-Ghaashiya: 7)
(2) তোমাকে এই দেয়া হল যে, তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীণ হবে না। (Taa-Haa: 118)
(3) যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। (Quraish: 4)
(4) এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (Al-Baqara: 155)
(5) আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবনোপকরণ।
অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন, ক্ষুধা ও ভীতির। (An-Nahl: 112)
(6) আপনি বলে দিনঃ যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে,
যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ; যবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়।
অতপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্গন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। (Al-An'aam: 145)
(7) মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা।
এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয়
আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না। (At-Tawba: 120)
(8) তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়,
যা কন্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যা, যা শিং এর আঘাতে মারা যায়
এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। যে জন্তু যজ্ঞবেদীতে যবেহ করা হয়
এবং যা ভাগ্য নির্ধারক শর দ্বারা বন্টন করা হয়। এসব গোনাহর কাজ। আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে।
অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম,
তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।
অতএব যে ব্যাক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে; কিন্তু কোন গোনাহর প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল। (Al-Maaida: 3)
Disclaimer
All verses from Al Quran
#dailyalquran #unifiedmedicare #amyrahartsandcrafts
ক্ষুধা সম্পর্কে আল্লাহ যা বলেন,
ঝড় o বজ্র o বায়ু সম্পর্কে আল্লাহ যা বলেন 1
ধর্ম এবং ধর্মীয় সম্পর্কে আল্লাহ যা বলেন - 1,
কন্যা সম্পর্কে আল্লাহ যা বলেন-2,
নারীদের সম্পর্কে কুরআনের আয়াত - 1,
পুনরুত্থান সম্পর্কে আল্লাহ যা বলেন,
ধৈর্য সম্পর্কে আল্লাহ যা বলেন - 3
ঈমান সম্পর্কে আল্লাহ যা বলেন - 1,
পুরুষ কিংবা স্ত্রীলোকের সমতা সম্পর্কে আল্লাহ যা বলেন ১,
তওবা সম্পর্কে আল্লাহ যা বলেন 2,
ধৈর্য সম্পর্কে আল্লাহ যা বলেন,
দোযখ সম্পর্কে আল্লাহ যা বলেন,
নভোমন্ডল ও ভূমন্ডল,
মহাকর্ষীয় বলবিদ্যা,
সুলায়মান,
দোযখ ,
আখেরাত,
মিষ্ট লোনা,
দুই সমুদ্র,
দুটি সৃষ্টির মধ্যে তুলনা,
ধৈর্য ,
পৃথিবী পরিভ্রমণ,
সামুদ গোত্র,
তওরাত,
কোরআন,
অলী আওলিয়াদের অসীলা,
অহংকার,
কন্যা,
খর্জুর বৃক্ষ,
মুখমন্ডল লাঞ্ছিত ও সজীব,
তওবা ,
আল্লাহ কোথায়,
রূহ,
আগুন,
সবর,
কবরের ‘আযাব,
আকাশ ও জমিনে,
মুমিন আত্মার বিচরণ,
Информация по комментариям в разработке