কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমা || Kalaroa News

Описание к видео কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমা || Kalaroa News

সাতক্ষীরার কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমার দেখা মিললো। সনাতন
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে ধান
দিয়ে তৈরি প্রতিমা প্রস্তুত করা হয়েছে পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া
পূজা মন্ডপে। ধান দিয়ে মোড়ানো প্রতিমা এবারই প্রথম এই অঞ্চলে। সোনালী
রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেনো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো।
ছোট ছোট ধান বসানো হয়েছে পুথির মতো। দেখতেও লাগছে অপরূপ।

ধানের প্রতিমা তৈরির কারিগর পৌরসদরের পালপাড়া গ্রামের কাজল পাল জানান, ‘৪
জন প্রতিমা শিল্পী নিয়ে মাস খানেক সময় লেগেছে এই প্রতিমা তৈরিতে। খরচ
হচ্ছে আনুমানিক ৩৫ হাজার টাকার মতো। ধান লগেছে ২০কেজির মতো।’

তিনি আরো জানান, ‘এই মন্ডপে দুর্গা, কার্তিক গনেশ, স্বরসতি, ল²ী, অসুরসহ
অনুসাঙ্গিক প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ ও বিচুলির ফ্রেম বা
কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো
শুকিয়ে যাওয়ার প্রাক্কালে মাটি নরম থাকতে প্রতিমাজুড়ে ধান বসিয়ে দেয়া
হয়েছে। ধান এমন ভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো ধান
দিয়েই তৈরি। এগুলো শুকিয়ে যাওয়ার পর প্রতিমার কিছু কিছু অংশ বিভিন্ন রং
স্প্রে করা হয়েছে।’

ইতোমধ্যে ধানের প্রতিমা দেখতে ভিড় করছেন অনেকে।

কলরোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও
উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্দিপ রায় জানান, ‘আগামি ২০
অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর।
এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৮টি পূজামন্ডপে শারদীয়া
দুর্গোৎসব উদযাপিত হবে। সবচেয়ে বেশি মন্ডপ রয়েছে জয়নগর ইউনিয়নে। সেখানে
৯টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আর পৌরসভায় আছে ৮টি মন্ডপ।’

তিনি আরো জানান, ‘আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে মন্ডপে মন্ডপে
প্রতিমা তৈরি ও সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি শান্তি ও
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

Комментарии

Информация по комментариям в разработке