হাইড্রোপনিক প্রশিক্ষণ। পর্ব - ০১ এখন নিজেই বানাতে পারবেন বাকেট পদ্ধতির এই হাইড্রোপনিক গার্ডেন

Описание к видео হাইড্রোপনিক প্রশিক্ষণ। পর্ব - ০১ এখন নিজেই বানাতে পারবেন বাকেট পদ্ধতির এই হাইড্রোপনিক গার্ডেন

এখন নিজেই বানাতে পারবেন বাকেট পদ্ধতির এই হাইড্রোপনিক গার্ডেন🌿

অত্যাধুনিক হাইড্রপনিক্স (Hydroponics) পদ্ধতিতে এখন মাটি ও কীটনাশক ছাড়াই সবজির চাষ হবে আপনার বাড়ির ছাদে কিংবা বারান্দায়। এই সিস্টেমে গাছ বেড়ে ওঠার প্রয়োজনীয় সকল পুষ্টি ও খাবারের যোগান পায় মোটর-চালিত পানি থেকে।

এ পদ্ধতিতে পানির প্রবাহ সর্বদা চলমান থাকায় ডেঙ্গুবাহিত মশা যেমন জন্মাতে পারেনা পাশাপাশি পানি স্বচ্ছ ও পরিস্কার থাকায় কোনও পোকামাকড় কিংবা কেঁচো ও শামুকও জন্মাতে পারে না।

এই সিস্টেমে শুধু পানিতে বছরে কয়েকবার নিউট্রিয়েন্ট বা পুষ্টি যোগ করতে হয়। আমাদের এই নিউট্রিয়েন্ট ফরমুলায় গাছ সাধারন প্রক্রিয়ার থেকে প্রায় ২ গুন দ্রুত বাড়তে থাকে ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় চাষাবাদের চেয়ে অনেক কম সময়েই আপনি কাঙ্ক্ষিত ভালো ফলন পাচ্ছেন ।

এই পদ্ধতিতে যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান পানির সাথে মিশিয়ে ফসল উৎপাদন করা হয় তা বেশ সাশ্রয়ী ও সহজলভ্য। এর খরচ সাধারণ চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশকের পেছনে সারাবছর আপনার যে খরচ হয় তার প্রায় কাছাকাছি কিন্তু নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও বিষমুক্ত।
এখানে এককালীন কিছু খরচ হলেও প্রতিবছর বাড়তি খরচের ঝামেলা নেই।
পাশাপাশি এটি প্রতিদিন পানি দেয়ার জামেলা থেকে আপনাকে সম্পুর্নরুপে মুক্তি দিবে।

এখানে নিয়মিত গাছ পরিচর্যা, নিড়ানো ও আগাছা পরিস্কারের ঝামেলাও নেই।
এই পদ্ধতিতে ফসলে কীটনাশক ও রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়না।
এর স্ট্রাকচার বা ফ্রেম ভার্টিকার মড়েলের হওয়ায় সামান্য যায়গা ব্যবহার করেই স্তরে স্তরে সাজিয়ে একসাথে কয়েকগুন বেশি ফসল চাষ করা যায়।
এই সিস্টেমে একটি স্বল্প পাওয়ারের মোটর চলমান রাখতে যতটুকু বিদ্যুত খরচ হয় তা সারামাসে প্রতি বর্গফুটের ফসলে ১ ইউনিটেরও কম বিদ্যুত ব্যবহার হয়। কাজেই এখানে বিদ্যুৎ খরচ নিতান্তই সীমিত।

এই সিস্টেমে যেহেতু কোন মাটির ব্যবহার নেই ফলে বাড়ির ছাদে অতিরিক্ত লোড পড়েনা এবং ছাদ ড্যাম্প বা সেতসেতে হবারও সুযোগ থাকেনা।
সুতরাং আপনি চাইলেই ঘরে সবজি ফলানোর এমন একটি ম্যাজিক প্যাকেজ আমাদের মাধ্যমে সহজেই পেতে পারেন ।

এই সিস্টেমে আরও ফ্রি পাচ্ছেন -
১০০% ফ্রি এক্সপার্ট ট্রেনিং
অনলাইনে, ফোনে ও আ্যাপের মাধ্যমে ২৪ ঘন্টা ফ্রি কাস্টমার সার্ভিস।
ও শুধু যাতায়াত ভাড়ার বিনিময়ে সারাবছর ফ্রি হোম সার্ভিসিং সুবিধা।

যে কোনো প্রডাক্ট অর্ডার করতে বা আরো বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের পেইজে (Green Savers), পোষ্টে কমেন্ট করতে পারেন, বা কল করুন - 01909110604 অথবা 01909110608 নাম্বারে।

ওয়েবসাইটঃ https://www.thegreensavers.org/hydrop...

#greensavers #hydroponic #hydroponicsinbangladesh

Комментарии

Информация по комментариям в разработке