অতিরিক্ত হাত পা ঘামার কারন ও চিকিৎসা। অতিরিক্ত ঘাম ।
#hyperhydrosis #healthcontent
হাত পা ঘামার প্রাথমিক কারণ হিসেবে তেমন কিছু পাওয়া যায়নি। অতিরিক্ত স্নায়বিক উত্তেজনার কারণে ঘাম হয়ে থাকে। আরও নানা কারণে হাত-পা ঘেমে থাকে। যেমন পারকিনসন্স ডিজিজ, থাইরয়েডে সমস্যা, ডায়াবেটিস, জ্বর, শরীরে গ্লুকোজের স্বল্পতা, মেনোপোজের পর প্রভৃতি। অনেক সময় শরীরে ভিটামিনের অভাব থাকলে হাত-পা অতিরিক্ত ঘামতে পারে। আবার মানসিক চাপ, দুশ্চিন্তা ও জেনেটিক কারণে হাত-পা ঘামে।
পায়ের দুর্গন্ধের কারণ
পায়ের দুর্গন্ধের প্রধান কারণ পায়ের ঘাম। ঘেমে যাওয়া পায়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। বেশির ভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে ঘাম বেরোতে পারে না। অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। জুতা ও মোজা নিয়মিত পরিষ্কার না করলেও পা ও জুতা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।
কী করবেন?
সব সময় পা পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন ব্যবহার করা মোজা ধুয়ে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করতে হবে। জুতাও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জুতার মধ্যে পাউডার দিতে পারেন। প্রয়োজনে মাঝেমধ্যে এসব রোদে দেওয়া যেতে পারে। সুতি মোজা ব্যবহার করাই ভালো, কারণ এতে পা কম ঘামে ও ঘাম শোষণ করে। আর যাদের পা বেশি মাত্রায় ঘামে, তাঁরা বেশি ঘাম শোষণ করতে পারে এমন জুতা কিনতে পারেন।
চিকিৎসা
সঠিক কারণ বের না করে চিকিৎসা করা উচিত নয়। আগে অনুসন্ধান বা পরীক্ষা-নিরীক্ষা করে কারণ খুঁজতে হবে। তারপর সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত বিভিন্নভাবে হাত-পা ঘামা কমানো যেতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত একধরনের বিশেষ লোশন হাত-পায়ে ব্যবহার করলে হাত-পা ঘামা কমে যায়। বিশেষ ধরনের বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেঁকে নিলে হাত-পা ঘামা কমে যাবে। পরবর্তী সময়ে এটি দেখা দিলে আবার একইভাবে সেই বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেঁকে নিতে হবে। এসব পদ্ধতি ছাড়াও একটি বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচার করেও হাত-পা ঘামা কমানো যায়।
তবে হাত-পায়ের ঘাম রোধে যা-ই করা হোক না কেন, এর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
Hyperhidrosis (hi-pur-hi-DROE-sis) is excessive sweating that's not always related to heat or exercise. You may sweat so much that it soaks through your clothes or drips off your hands. Heavy sweating can disrupt your day and cause social anxiety and embarrassment.
Hyperhidrosis treatment usually helps. It often begins with antiperspirants. If these don't help, you may need to try different medications and therapies. In severe cases, your health care provider may suggest surgery to remove the sweat glands or to disconnect the nerves related to producing too much sweat.
Sometimes an underlying condition may be found and treated.
Symptoms
The main symptom of hyperhidrosis is heavy sweating. This goes beyond the sweating from being in a hot environment, exercising, or feeling anxious or stressed. The type of hyperhidrosis that usually affects the hands, feet, underarms or face causes at least one episode a week when you're awake. And the sweating usually happens on both sides of the body.
Chennel keywords:
Doctors health point,Dr rofiq,হাত পা ঘামার কারণ ও প্রতিকার,হাত ঘামার প্রতিকার,হাত পা ঘামার চিকিৎসা,হাত ঘামার চিকিৎসা,হাত ঘামার কারণ ও প্রতিকার,হাত ঘামার সমাধান,হাতের তালু ঘামার কারণ ও প্রতিকার,অতিরিক্ত হাত পা ঘামার চিকিৎসা,হাত-পা ঘামার এবং পায়ের গন্ধের কারন ও প্রতিকার,হাত ও পা ঘামার চিকিৎসা,হাত পা ঘামার কারণ কি,হাত পা ঘামার কারন ও প্রতিকার,হাত ঘামার ঔষধ,হাত পা ঘামার কারণ ও চিকিৎসাহাত পা ঘামার কারণ ও চিকিৎসা,hyperhidrosis,hyperhidrosis treatment at home
Facebook: / doctors-health-point-100206258858277
Terms of Use :
This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.
Disclaimer: The materials and the information contained on "Shampa's Good Life" channel are provided for general and educational purposes only and do not constitute any legal, medical or other professional advice on any subject matter. Always seek the advice of your physician or other qualified health provider prior to starting any new treatment, diet or an exercise program.. If you have or suspect that you have a medical problem, promptly contact your health care provider. Follow the instructions at your own risk. This channel will not be responsible for your own actions.
#doctorshealthpoint #SkinCare #Hyperhidrosis #BeautyTips #ExcessiveSweatingTreatment #ThyroidDisorder
Информация по комментариям в разработке