ছাদ বাগানের চারিদিকে শুধু ফল আর ফল, প্রত্যেকটা গাছ হচ্ছে একদম কম যত্ন করে দেখে নিন সম্পূর্ণ ভিডিও

Описание к видео ছাদ বাগানের চারিদিকে শুধু ফল আর ফল, প্রত্যেকটা গাছ হচ্ছে একদম কম যত্ন করে দেখে নিন সম্পূর্ণ ভিডিও

#rooftop_farming #rooftop_garden_overview

সম্পূর্ণ বাগান ফুলে ভরে আছে নানান রঙের এই ফল দেখে মনে আলাদা প্রশ্ন জাগে বারেবারে সত্যিই আমরা ছাদবাগানে এত ফল ফলাতে পারছি ডালিম-বেদানা আপেল লাল জামরুল বিভিন্ন প্রজাতির আম ড্রাগন মিষ্টি আমরা পেয়ারা এছাড়া আখ চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের লেবু সজনে ডাটা থেকে শুরু করে প্রচুর পরিমাণে পেঁপে কি নেই এই ছাদ বাগানে পাগল করার মত এই দৃশ্যগুলি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজের মনটাকে শান্তি দিতে পারছি তার কারণ এই ধরনের বাগান খুব কম দেখা যায় এই বাগান গুলি দেখাতে পারলে সত্যিই আমাদের মনে আলাদা সাড়া দেয়।

মনে হয় আমাদের ছাদে কেন হচ্ছে না আমরা কেন পারছিনা সত্যিই তো আমরা কি চেষ্টা করছি অনেক মানুষ চেষ্টা করছেন সফল হতে পারছেন না আবার অনেক মানুষ চেষ্টা করে হাল ছেড়ে দিচ্ছে তবে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা গাছকে যত্ন কমিয়ে দিন অর্থাৎ ফল গাছে বেশি যত্ন লাগেনা কম যত্ন করে ফল গাছ করা সম্ভব।

আম গাছ যদি করেন কোন রকম নিম খোল দেবেন না নিম ফল আম গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করব এই ভিডিও থেকে অনেক কিছু পাবেন আপনারা কারণ প্রত্যেকটা গাছ যেমন ধরে ধরে দেখিয়েছি এবং কোন গাছে কি ধরনের ফল হচ্ছে কোন আম খেলে বেশি টেস্ট বা আপনারা ছাদে কোন ধরনের আমগাছ বসাবেন সবকিছু তুলে ধরা হবে এই ছোট্ট একটি ভিডিওতে।

ভালো বাগান আমাদের করতেই হবে ভালো বাগান করলে বাড়ির অন্যান্য সদস্যরা যারা পছন্দ করেনা বাগান করার জন্য তাদেরও দেখে লোভ বাড়বে তারাও বাগানের কাজে হেল্প করবে সকলকে তাই নিজের মতন করে বাগান করুন আর কোন ফলগুলি সহজে বলছে সেগুলো ছাদবাগানে ভিডিওগুলো থেকে দেখে আপনারা সেই কাজগুলো অবশ্যই করুন অন্য কোন গাছ সেই ভাবে করবেন না।

শুধু ছাদ বাগান নয় এই বাগানের প্রতি আলাদা টান একটা আছে উষ্ণতার তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেয় খুব সহজ ভাবে আমরা যারা বাগান করি তারা শুধুমাত্র ফল বা বিদেশী ফলে আটকে নেই আমরা বিভিন্ন ধরনের সবজি তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফুল সবাই মিলে করছে।

তিন তলা ছাদের উপর বিষ্ণু তারেই বাড়ি আলাদা নজর কাড়ছে আমাদের সকলের বারেবারে ছুটে যেতে ইচ্ছা করে এই সমস্ত বাগানের পরিচর্যা গুলি তুলে ধরার জন্য।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও ফলো করুন নতুন ভিডিও থেকে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন আমি আশাবাদী।
Green Friends

Комментарии

Информация по комментариям в разработке