Fodder cultivation in a scientific way. (যেভাবে বৈজ্ঞানিক উপায়ে ঘাস চাষ করা যায়।) (Part 02)

Описание к видео Fodder cultivation in a scientific way. (যেভাবে বৈজ্ঞানিক উপায়ে ঘাস চাষ করা যায়।) (Part 02)

ডেইরী শিল্প বাংলাদেশের ক্রমশ অগ্রগতিশীল অর্থনীতির অন্যতম একটি স্তম্ভস্বরূপ ও প্রতিনিয়ত মানুষের দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ডেইরী শিল্প ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণের সাথে ডেইরী শিল্পে সংশ্লিষ্ট খামারীদের তাল মিলিয়ে চলার জন্য আডার হেলথ বাংলাদেশ প্রান্তিক ও কমার্সিয়াল ডেইরী খামারীদের নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। এই প্রসঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই ক্রান্তিলগ্নে আডার হেলথ বাংলাদেশ খামারীদের সাথে অনলাইন প্রাসঙ্গিক আলোচনা ও তাদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার জন্য ফেইসবুক লাইভের আয়োজন করে যাচ্ছে।

ফেইসবুক লাইভের ২য় পর্বে আডার হেলথ বাংলাদেশের পক্ষ থেকে আলোচনাতে অতিথি হিসাবে থাকবেন ডঃ মোঃ সফিকুর রহমান (শশী) (বায়ার অফিসার, কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, সাভার ঢাকা ও পরামর্শক, আডার হেলথ বাংলাদেশ)। অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে থাকবেন, আডার হেলথ বাংলাদেশের সমন্বায়ক প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান (সিভাসু)। উক্ত লাইভ অনুষ্ঠানে আগ্রহীদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

আলোচনার বিষয়ঃ ডেইরি নিউট্রিশন (Dairy Nutrition)

অতিথিঃ ডঃ মোঃ সফিকুর রহমান (শশী)

:অনুষ্ঠান আরম্ভের সময়ঃ ১১ই জুন, ২০২০ (বৃহস্পতিবার, সকাল ১১.০০ টা)

Facebook: www.facebook.com/UdderHealthBangladesh/

Комментарии

Информация по комментариям в разработке