২ ভিসায় ১২ দেশ! কম খরচে সময় বাঁচান | 2 visa 12 countries
FB: www.facebook.com/people/Park-Alice/61561601847609/
WhatsApp: www.whatsapp.com/channel/0029VaiysRaG3R3s0rxYpE2v
ধরুন, মাত্র ২টি ভিসা নিয়েই আপনি আপনার পাসপোর্টে ১২টি দেশের সিল যুক্ত করলেন। এরপর আর কোনো দেশে আপনার ভিজিট ভিসা নিয়ে চিন্তা করতে হবে না। অর্থাৎ বিশ্বের সব দেশের ভিজিট ভিসা পেয়ে যাবেন। তাহলে কেমন লাগবে বলুন তো? বিশ্বাস হচ্ছে না? অথচ, এটাই হতে চলেছে বাস্তব!
স্বাগতম পার্ক এলিসের সাপ্তাহিক আয়োজনে, যেখানে আমরা আপনাদের জানাই নির্ভেজাল, প্রমাণসহ তথ্য, যা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। তাই, এখনই সাবস্ক্রাইব করুন Park Alice।
🌏 প্রথম প্রকল্প: থাইল্যান্ডের Six Countries, One Destination বা ছয় দেশ, এক গন্তব্য।
এশিয়ার ৬টি দেশ —
১. থাইল্যান্ড
২. লাওস
৩. মালয়েশিয়া
৪. কম্বোডিয়া
৫. ভিয়েতনাম
৬. মিয়ানমার
আরও ভালো খবর? এই প্রকল্পে সিঙ্গাপুরকেও যুক্ত করার পরিকল্পনা চলছে! তাহলে তো হয়ে যাবে এক ভিসায় ৭টি দেশ!
এই দেশগুলো মিলে একটি যৌথ ভিসা চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে আপনি শুধু একবার ভিসা নিলেই একের পর এক দেশ ঘুরে ফেলতে পারবেন — ঠিক ইউরোপের শেনজেন ভিসার মতো!
🕌 দ্বিতীয় প্রকল্প: মধ্যপ্রাচ্যের GCC Grand Tour ভিসা।
ঠিক একইভাবে, এবার আপনি এক ভিসায় ভ্রমণ করতে পারবেন মধ্যপ্রাচ্যের ৬টি দেশ:
১. সংযুক্ত আরব আমিরাত
২. সৌদি আরব
৩. কাতার
৪. বাহরাইন
৫. কুয়েত
৬. ওমান
এই উদ্যোগ ইতোমধ্যে অনুমোদিত, তাই শিগগির চালু হতে যাচ্ছে।
💰 খরচ কেমন?
মধ্যপ্রাচ্যের তিনটি দেশে, মাত্র দুই রাত করে থাকলে, খরচ হতে পারে প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা, অর্থাৎ ৪০০০–৫০০০ দিরহাম। ভিসার মেয়াদ হতে পারে ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা—মাল্টিপল এন্ট্রি পাবেন।
✔ একবার আবেদন
✔ কম খরচ
✔ কম সময়
✔ ১২ দেশের সফর
✔ স্পেশাল হোটেল ও রেস্টুরেন্ট প্যাকেজ
✔ ইমিগ্রেশনে থাকবে ফাস্ট ট্র্যাক লেন!
📄 ভিসা আবেদনের জন্য যেসব ডকুমেন্ট লাগবে:
১. ৬ মাস মেয়াদি পাসপোর্ট (ফাঁকা পেজসহ)
২. পূরণকৃত ভিসা ফর্ম
৩. পাসপোর্ট সাইজ ছবি
৪. হোটেল বুকিং
৫. ইনভাইটেশন লেটার (যদি থাকে)
৬. ভ্রমণ পরিকল্পনা
৭. ট্রাভেল ইনস্যুরেন্স
৮. ব্যাংক স্টেটমেন্ট
৯. ফিরতি টিকিট
⏳ এই অসাধারণ সুযোগ পেতে আপনাকে আর কিছু মাস অপেক্ষা করতে হবে। ততদিনে ঘুরে নিন এমন কিছু দেশ যেগুলো অন-অ্যারাইভাল ভিসা দেয়, যাতে আপনার পাসপোর্ট আরও শক্তিশালী হয়। কারণ, একবার অভিজ্ঞতা থাকলেই আপনার আবেদন গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।
💌 শেষ কথা:
একটা সময় ছিল, ভিসা মানেই অনিশ্চয়তা, দুর্ভোগ আর খরচের চিন্তা। কিন্তু এখন? এখন আমরা এক পাসপোর্টে একাধিক দেশের গল্প লিখতে পারি। এখন ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা, সাশ্রয়ী খরচে বিশ্বকে ছুঁয়ে দেখা। তাই বসে থাকবেন না, পাসপোর্ট প্রস্তুত করুন, স্বপ্নের দেশগুলো ডাকার অপেক্ষায়!
📢 আর হ্যাঁ,
এইরকম নির্ভেজাল ও সময়োপযোগী তথ্য পেতে আমাদের চ্যানেল Park Alice-কে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে — হয়তো তারা আপনার পরের ট্রাভেল সাথী!
#parkalice #visitvisa #travel
Keywords: one visa six countries, Six Countries, One Destination, gcc grand tour visa, visa update for travelers, asia middle east visa plan, travel news bangla, park alice visa update, affordable multi-country visa, 2 visa 12 countries, এক ভিসায় ছয় দেশ, থাইল্যান্ড ছয় দেশ, এক গন্তব্য, মধ্যপ্রাচ্য নতুন ভিসা, ভিসা আপডেট বাংলা, পার্ক এলিস ভ্রমণ
Информация по комментариям в разработке