নৃপেন চৌধুরী: দৌড়ে যার কাছে হার মানেন অনেক তরুণ

Описание к видео নৃপেন চৌধুরী: দৌড়ে যার কাছে হার মানেন অনেক তরুণ

নৃপেন চৌধুরী, ৬৮ বছর বয়স হলেও দৌড়ে তার কাছে হার মানেন অনেক তরুণ। এই বয়সেও অনায়াসে ৫০ কিলোমিটার টানা দৌড়াতে পারেন তিনি। অথচ তিন বছর আগেও এটি ছিলো তার কাছে অকল্পনীয়। ৬৫ বছর বয়সে যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবসর নেন তখন অবসর সময় কাটাতে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে গিয়ে দেখেন ১৫ বছর ধরে যে শ্বাসকষ্টে ভুগছিলেন তাও পুরোপুরি সেরে গেছে নিয়মিত দৌড়ের ফলে। গেলো তিন বছরে তিনি দেশে বিদেশে ৩৫টির বেশি রানিং ইভেন্টে অংশ নিয়েছেন। ২০২০ সালে দৌড়াবেন লন্ডনের বিখ্যাত ভার্জিন মানি ম্যারাথনে। সত্তরের কাছাকাছি বয়সে এসেও কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করলেন নৃপেন চৌধুরী সে গল্প বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali

  / bbcbengaliservice  

  / bbcbangla  

Комментарии

Информация по комментариям в разработке