প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য, এমন এক জাদুকরী ট্যাবলেটের তথ্য নিয়ে এসেছি, যা নিয়মিত ১৫ দিন খেলেই আপনার শরীর থেকে সব ধরনের শারীরিক দুর্বলতা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং চনমনে স্ফূর্তিতে ভরে উঠবেন আপনি। শরীরে এমন এনার্জিতে পাবেন যে মনে হবে রাতারাতি ১০ বছর বয়স কমে গেছে। জাদুকরী ট্যাবলেটটির উপাদানগুলোর উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।
SUBSCRIBE
↓
#সমস্যাওসমাধানেরবৈজ্ঞানিকউপায়
শরীর থেকে সব ধরনের দুর্বলতা দূর করার ঔষধের উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম:- 👇
১:- সব ধরনের শারীরিক দুর্বলতা দূর করে, 100% শরীর চাঙ্গা করে তোলার অসাধারণ ট্যাবলেটটি হলো, নিউরোবিয়ান ফোর্ট। এই ট্যাবলেটের মধ্যে থাকা থিয়ামিন অথবা ভিটামিন-B1, গৃহীত খাদ্য থাকা শর্করাকে এনার্জিতে তে রূপান্তরিত করে গ্লুকোজের সঠিক মেটাবলিজম বজায় রাখে এবং কাজ করার শক্তি যোগায়। থিয়ামিন নার্ভ জনিত সমস্যা দূর করে, কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মাংসপেশির সচলতা বৃদ্ধি করতে ১০০% সাহায্য করে। থিয়ামিন শরীরে মেটাবোলিক হার বৃদ্ধি করে, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ন্ত্রণ করে। ভিটামিন-B1, অ্যালকোহল জনিত ক্ষতির হাত থেকে আপনার পাকস্থলী এবং লিভারকে রক্ষা করে।
২:- এই ট্যাবলেটের দ্বিতীয় উপাদান রাইবোফ্লাভিন অথবা ভিটামিন-B2, খাদ্যে থাকা শর্করাকে ATP তে রূপান্তরিত করে, সারা শরীর জুড়ে অবিশ্বাস্য এনার্জির যোগান দেয়।
যার ফলে পূর্বের তুলনায় আপনি দ্বিগুণ কাজ করার ক্ষমতা পাবেন। ভিটামিন-B2, প্রোটিন এবং ফ্যাটের সঠিক বিপাক ঘটিয়ে, মাংসপেশির সক্ষমতা বৃদ্ধি করে এবং সব ধরনের শারীরিক দুর্বলতা সম্পূর্ণরূপে দূর করে।
রাইবোফ্লাভিন রক্তে অক্সিজেনের সঠিক মাত্রা বজায় রেখে, শারীরিক ক্লান্তি দূর করতে অসামান্য ভাবে সাহায্য করে। রাইবোফ্লাভিন ব্রেইন এর কার্যকারিতা 20% হারে বৃদ্ধি করে। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ভিটামিন-B2
অত্যন্ত উপকারী। ঘন কালো চুল এবং সুন্দর ত্বক পেতে রাইবোফ্লাভিন অসামান্য ভাবে সাহায্য করে।
৩:- নিউরোবিয়ান ফোর্ট ট্যাবলেটের তৃতীয় উপাদানটি হলো, পাইরিডক্সিন অথবা ভিটামিন-B6, পাইরিডক্সিন লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে, রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা গোড়া থেকে দূর করে। পেরিফেরাল নিউরোপ্যাথি দূর করতে ভিটামিন-B6 অত্যন্ত উপকারী।
পাইরিডক্সিন নার্ভাস সিস্টেমকে মজবুত করে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাইরিডক্সিন সকালে ঘুম থেকে ওঠার পর বমি ভাব এবং দুর্বল লাগার সমস্যা সম্পূর্ণরূপে দূর করে। ভিটামিন-B6 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভাইরাল জ্বর এবং সর্দি-কাশি থেকে আপনাকে রক্ষা করে। ভিটামিন-B6 স্কিন সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করে, টানটান ফর্সা ত্বক পেতে অসামান্য ভাবে সাহায্য করে
৪:- নিউরোবিয়ান ফোর্ট ট্যাবলেটের চতুর্থ উপাদানটি হলো, সায়ানোকোবালামিন অথবা ভিটামিন-B12.
সায়ানোকোবালামিন শরীরে মেটাবলিজমের সঠিক কার্যকারিতা বজায় রেখে হজমশক্তির উন্নতি ঘটায়। ভিটামিন-B12, রক্তে হিমোগ্লোবিন রঞ্জক গঠনে সহায়তা করে, মারাত্মক রক্তাল্পতার সমস্যা সম্পূর্ণরূপে দূর করে।
সায়ানোকোবালামিন নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন-B12 সারা দেহ জুড়ে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্তের প্রবাহ বৃদ্ধি করে, ত্বক এবং চুলের স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নতি ঘটায়। ভিটামিন-B12 বোন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মাথা ঘোরা, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা এবং মাংসপেশির ব্যথা দূর করতে ভিটামিন-B12 অত্যন্ত উপকারী।
৫:- এই ট্যাবলেটের পঞ্চম উপাদানটি হলো, নিকোটিনামাইড অথবা নিয়াসিন, যার অপর নাম ভিটামিন-B3 নিয়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে।
নিয়াসিন হজমের গন্ডগোল, রুক্ষ ত্বক, হাই কোলেস্টেরলের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারী।
ভিটামিন-B3 ভুল খাদ্যাভ্যাস এবং মদ্যপানের ফলে ঘটিত লিভার ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে বমি ভাব এবং মাথা ঘোরার সমস্যা দূর করতে নিয়াসিন অসামান্য উপকারী। ভিটামিন-B3 অ্যাড্রিনাল গ্রন্থিকে স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে , শিশুর মতো গভীর ঘুম আনতে অসামান্য ভাবে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ভিটামিন-B3 অথবা নিয়াসিন ম্যাজিকের মতো কাজ করে।
৬:- এই ট্যাবলেটে থাকা ষষ্ঠ উপাদানটি হলো, ক্যালসিয়াম প্যানটোথেনেট বা ভিটামিন-B5 একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডান্ট উপাদান রূপে কাজ করে, শরীর থেকে বয়সের ছাপ দূর করতে অসামান্য ভাবে সাহায্য করে। ভিটামিন-B5 খাদ্যে থাকা শর্করাকে এনার্জিতে রুপান্তরিত করে, দ্বিগুণ গতিতে কাজ করার শক্তি যোগায়। ক্যালসিয়াম প্যানটোথেনেট অস্থিসন্ধির ক্ষয় প্রতিরোধ করে হাড় মজবুত করে। মহিলাদের পিরিয়ড বন্ধ হওয়া অথবা মেনোপজের পর বিভিন্ন শারীরিক সমস্যা সম্পূর্ণরূপে দূর করে। ব্রণর সমস্যা দূর করতে ভিটামিন-B5 অত্যন্ত উপকারী।
তাই বন্ধুগণ এই অসামান্য উপকারিতা গুলি পাওয়ার জন্য নিয়মিত ১৫ দিন, সকালে এবং রাত্রে একটি করে নিউরোবিয়ান ফোর্ট ট্যাবলেট অবশ্যই খান। 😊🙏
#শারীরিকদুর্বলতাদূরকরারসহজউপায় #দুর্বলশরীরসবলকরারউপায় #শরীরেশক্তিবৃদ্ধিরঔষধ
#শরীরেশক্তিবৃদ্ধিরউপায় #দুর্বলতাদূরকরারউপায় #দুর্বলতাদূরকরারঔষধ #শারীরিকদুর্বলতাকাটানোরউপায় #শারীরিকদুর্বলতাদূরকরারঔষধ
Music Credit:- Music Info: Long Calming Piano Background by DS Productions Music Link: • Long Calming Piano Background - Music...
PICS & VIDEO CREDITS:- @সমস্যাওসমাধানেরবৈজ্ঞানিকউপায়
Disclaimer:- "Always Consult Your Doctor Before Applying Any Remedies Or Using Any Medicine."
Disclaimer:- "Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976"
Информация по комментариям в разработке