খাগড়াছড়ির মন জুড়ানো কিছু জায়গাতে....

Описание к видео খাগড়াছড়ির মন জুড়ানো কিছু জায়গাতে....

বাংলাদেশের খাগড়াছড়ি জেলা হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমতল হতে প্রায় ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আলুটিলা গুহা নামে পরিচিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে ৪০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। তারেং খাগড়াছড়ির আরেকটি একটি নামকরা পর্যটন কেন্দ্র। “তারেং” যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখতে পারেন পাখির চোখে। তারেং পর্যটনকেন্দ্রের আশপাশে চোখে পড়বে অসংখ্য জুমখেত। বিশেষ করে বৃষ্টির দিনে খুব একটা অসাধারণ ভিউ পাওয়া যায় যা হয়তো আপনার মন এবং শরীরকে জুড়িয়ে দেবে। খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কি.মি দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত।

Комментарии

Информация по комментариям в разработке