এদেশেই জন্ম ওদের।
এদেশের আলো,বাতাস,কাদা,মাটি ধূলোবালিতে হেসে খেলে ওদের বেড়ে ওঠা।
ওরা আমাদেরই ভাই,বন্ধু,স্বজন, প্রতিবেশী, সহপাঠী ,সহকর্মী কিংবা পরিচিত মুখ ……
আমাদের ভাষাতেই ওরা কথা বলে, আমাদের সাথেই ভাগাভাগি করে নেয় এই ছাপান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চিতে থাকা সুখ আর দুঃখ, কষ্ট আর বেদনা।
.
কিন্তু ওরা কেমন অপরিচিত,আগুন্তক হয়ে যায় নিমিষেই। মাঝে মাঝে ওদের ভাষা কেমন অপরিচিত ঠেকে। নাহ, বাংলাতেই কথা বলে… কিন্তু এমন কিছু বলে যা কোনোভাবেই যায় না এদেশের মাটি আর মানুষের সাথে। বরং সীমান্তের ওপারে যে দাদাবাবুরা আছে, যাদের আজন্ম সাধ বাংলাদেশ দখল করে নিয়ে অখন্ড ভারত প্রতিষ্ঠা করা তাদের সাথে মিলে যায় আমাদের এই লোকদের কথা। আমাদের ‘এরা’ দাদাবাবুদের স্বার্থের কথা বলে।
.
আমরা যাদের সাথে বেড়ে উঠেছি একটা আকাশকে ভাগাভাগি করে সেই লোকগুলোই আমাদের বিরুদ্ধে চলে যায়। হাত মেলায় ওদের সাথে, যাদের লক্ষ্য উদ্দেশ্যই হলো আমাদের ধ্বংস করা।
ফেলানীকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল দাদারা। প্রতিবাদে গর্জে উঠলাম আমরা। আমাদের ‘এরা’ বলে উঠে – দাদারা মেরেছে ঠিক করেছে। সীমান্ত পার হতে হবে কেনো বাপু?
দাদাদের পানি আগ্রাসন নিয়ে ফেইসবুকে পোস্ট করেছিলো আমাদের এক ছোটোভাই আবরার। আমাদের ‘ওরা’ আবরারকে বানিয়ে দিলো জামাত শিবির। স্রেফ পিটিয়ে মেরে ফেললো।
ভোলায় আমরা নামলাম মুহাম্মাদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদ করতে। আমাদের ‘ওরা’ পক্ষ নিলো দাদাদের। ফেইসবুক হ্যাক আর বাকস্বাধীনতার গল্প শুনতে শুনতে ওদের হাতে গুলি খেলাম আমরা।
আমাদের ‘ওরা’ আমাদের নামেই নালিশ দিয়ে আসে বিশ্বের দরবারে দরবারে- আমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। তাই বাংলাদেশে ভিন্ন রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার। অথচ নির্যাতন তো দূরের কথা আমাদের দেশের সব বড় বড় পদে বসে আছে সংখ্যালঘুরা।
আর এদিকে দাড়ি রাখার কারণে আমরা নিজেরাই চাকরি পাই না।
.
ভারতের প্রতি দিনরাত কৃতজ্ঞতার সবক দেয় ওরা- দাদারা ৭১ এ সাহায্য না করলে স্বাধীনতা পেতি বোকা বাংগালের দল? একটু কৃতজ্ঞতাও প্রকাশ করবি না দাদাদের প্রতি? তাই পানি দে, ট্রানজিট দে, সমুদ্র বন্দর দে, তোর বাজারে দাদাদের চাকরি দে, ইলিশ দে, নিরাপত্তা চুক্তির নামে দাদাদের আর্মিকে এদেশে আসতে দে, মোদিকে রাষ্ট্রীয় সম্মান দে, কেউ মোদির বিরুদ্ধে কিছু বললে কলিজা ছিড়ে নে… কৃতজ্ঞতা, বোকারাম কৃতজ্ঞতা, ১৯৭১ এর কৃতজ্ঞতা, রক্তের বন্ধনের কৃতজ্ঞতা , স্বামী স্ত্রীর সম্পর্কের কৃতজ্ঞতা, গদি টিকিয়ে রাখার জন্য কৃতজ্ঞতা …
.
দাদাবাবুদের বড় সাধ এদেশ দখল করার। পাকিস্তান,ভারত আর বাংলাদেশ মিলে বানাবে অখন্ড ভারত। কল্পিত রাম রাজত্ব ফিরে আসবে আবার। ভারতের মাটিতে থাকবে না কোনো ‘যবন’ মুসলিম ।
এই রামরাজত্ব প্রতিষ্ঠার অগ্রসৈনিকের খাতায় নাম লিখিয়েছে আমাদের ‘ওরা’।
.
আমাদের মাঝেই যেহেতু বেড়ে উঠে ওরা, কথা বলে আমাদের ভাষাতেই তাই এদের আলাদা করা খুব কঠিন। দাদাবাবুরা ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে। বাংলাদেশের সব সেক্টরে বসিয়ে দিয়েছে আমাদের এই লোকদের। টাকা,নারী,ক্ষমতা যার সামনে যে টোপ ফেলা দরকার সেটা ফেলে একান্ত অনুগত বাধ্য করে নিয়েছে। তারপর এসাইন্মেন্ট দিয়েছে বাংলাদেশ দখল করে নেবার প্রেক্ষাপট তৈরি করার। বর্তমান সার্বিক পরিস্থিতি এই সতর্ক সংকেতই দিচ্ছে দাদাবাবুরা এসব এজেন্টদের মাধ্যমে বাংলাদেশ দখল করে অখন্ড ভারত প্রতিষ্ঠার জাল গুটিয়ে এনেছে। বাকী শুধু জাল ধরে হ্যাচকা টান মারা।
.
আসন্ন ভয়াবহ বিপর্যয় থেকে নিজেদের বাঁচাতে হলে আমাদের চিনতে হবে আমাদের মাঝে হেঁটে বেড়ানো, আমাদের ভাষাতেই কথা বলা ভারত তথা ‘র’ এর এজেন্টদের। ভারতের আগ্রাসন সিরিজের এই পর্বে আমরা আলোচনা করেছি- বাংলাদেশে র এর সার্বিক পরিকল্পনা, র এর এজেন্ট নিয়োগের পদ্ধতি, এজেন্টদের কর্মকৌশল, এজেন্টদের চিহ্নিত করার উপায় সম্পর্কে। ভিডিওতে বাংলাদেশে র এর জঘন্য কর্মকান্ড, মিশন ও ভিশন সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই,এনএসআই এর সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সেনা অফিসার ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত আমরা নিয়ে এসেছি ।
.
বর্তমান বাস্তবতায় ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অংশ হিসেবে শেয়ার করুন এই ভিডিওটি।
অনেক দেরী হয়েছে। আর দেরী করলে কঠিন মাশুল গুনতে হবে।
ভারতের আগ্রাসন সিরিজের প্লেলিস্ট
#ভারতের_আগ্রাসন
#গেরুয়া_সন্ত্রাস
#ভারতের_দালাল
#RealityCheckBD
বিঃদ্রঃ এই ভিডিওতে Reality check bd এর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে আনা হয়েছে। Reality check BD এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সমস্যার জন্যে ফেইসবুকে আপলোড দেয়া হয়েছে। এটা কোনো অফিসিয়াল চ্যানেল না কেউ ভূল বুঝবেন না।
Информация по комментариям в разработке