চট্টগ্রাম ওয়ার সিমেট্রি | Chittagong War Cemetery | সমাধিসৌধ

Описание к видео চট্টগ্রাম ওয়ার সিমেট্রি | Chittagong War Cemetery | সমাধিসৌধ

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈনিকদের সমাধিসৌধ বা সমাধি স্থল। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি টি চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি টি কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী ওয়ার সিমেট্রি বা সমাধি সৌধ প্রতিষ্ঠা করে।চট্টগ্রাম ওয়ার সিমেট্রি তে ৭৩১ টি সমাধি বিদ্যমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং ১৫২ নাম্বার ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারনে চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনী চতুর্দশ সেনাবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করে। সেই ক্যাম্পে প্রচুর সৈনিকে আহত অবস্থা থেকে সুস্থ করে যার যার দেশে পাঠানো হয়েছিল। আর নিহত সৈনিকদের সম্মানার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী ওয়ার সিমেট্রি বা সমাধি সৌধ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই , ঢাকা , খুলনা , যশোর , ককক্সবাজার , ধোঁয়া পালং ইত্যাদি অন্যান্য অস্থায়ী সমাধি স্থল থেকে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি তে স্থানান্তর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈনিকদের প্রায় ২০ সমাধি বিদ্যমান চট্টগ্রাম ওয়ার সিমেট্রি তে। Chittagong War Cemetery. Chittagong War Cemetery is the graveyard of national and foreign soldiers killed in the Second World War. In the aftermath of World War II, the British Army established the War Cemetery. Initially, War Cemetery had about 400 graves for soldiers killed in World War II. At present there are 731 tombs in Chittagong War Cemetery. . দর্শক আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। If viewers like our video, don't forget to subscribe to the channel. ক্যামেরা - বিকাশ । স্ক্রিপ্ট - রতন । ভয়েস - রিশাদ হাসান । এডিট - সমীর ।

Комментарии

Информация по комментариям в разработке