Bougainvillea/বোগানভেলিয়া গাছের A to Z যত্ন ও পরিচর্যা । MUKHERJEE HORTICULTURAL FIRM/SIKHARPUR
Bougainvillea is a genus of thorny ornamental vines, bushes, and trees belonging to the four o' clock family, Nyctaginaceae. It is native to eastern South America, found from Brazil, west to Peru, and south to southern Argentina. Different authors accept from 4 to 22 species in the genus.
#BoganvillaCare
#Bougainvillea_Flowering_tips
#Bougainvellia_cuttings_grow
#Bougainvellia_bonsai
#Bougainvellia_propagation
#Bougainvellia_plant_care
#বোগেনভেলিয়া
#Bouganvelliagrafting
#পুষ্পকাহন,
#ফুল_প্রেমি,
#puspokahan,
#Gardening_channel
#Viral,
নমস্কার বন্ধুরা....................
আমি ছোটবেলা থেকেই গাছ খুব ভালোবাসি এবং গাছ লাগাতে পছন্দ করি। সব গাছদের মধ্যে "bougainvillea" বা "বাগান বিলাস" আমার একটি অত্যন্ত পছন্দের ফুল গাছ।
এইজন্য আমি দীর্ঘদিন ধরে ( বাগান বিলাস ) পরিচর্যা সম্পর্কে স্বল্প জ্ঞান আয়ত্ত করেছি। আমার সেই অভিজ্ঞতায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ।
" বাগান বিলাস " ( ইংরেজি নাম : "Bougainvillea" এবং বৈজ্ঞানিক নাম " bougainvillea spectabilis")
,,,,,,,,,,,,,,,,এটি গুল্ম জাতীয় উদ্ভিদের গণ বিশেষ । এই ফুল গাছটি দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে উৎপত্তি।
যেভাবে " বাগান বিলাস " নামকরণ করলেন রবীন্দ্রনাথ :: বর্ণিল রঙের অধিকারী ফুল " বাগান বিলাস " ----- এর উৎপত্তি দক্ষিণ আমেরিকা মহাদেশে । ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বোগেনভিল - এর নাম অনুসারে এই গাছের নামকরণ করা হয় " বোগেনভিলিয়া " । তিনি ব্রাজিলের বনে এই উদ্ভিদটি প্রথম দেখেন। তবে এই ফুলের " বাগান বিলাস " নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
আকর্ষণীয় এই বিদেশি ফুল গাছের দেশি নমের পেছনে কারণ রয়েছে কবি রবীন্দ্রনাথের। আমাদের দেশে যখন এই ফুল প্রথম আনা হয় তখন এটি কেবল মাত্র এই দেশের অভিজাত শ্রেণীর লোকেদের বাড়িতেই শোভা পেতো।অভিজাত শ্রেণীতে তখন এটি "Bougainvillea "
হিসাবেই পরিচিত ছিল।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বিলাসী ও অভিজাত লোকের বাড়িতে এই ফুল প্রথম দেখেন। ফুলের রূপ ও রঙে কবি মুগ্ধ হলেও এর ইংরেজি নামটি কবির মোটেও মনে ধরেনি। তখন তিনি তার কবি মনের মাধুরী মিশিয়ে এটির নতুন নামকরণ করলেন ------" বাগান বিলাস " ।
এবার আসি গাছের সুস্বাস্থ্য, সুবৃদ্ধি , মাটি প্রস্তুত, খাবার প্রয়োগ, well drainage এবং রোগ প্রতিকার সহ বিভিন্ন তথ্য নিয়ে : -------‐
1 ) মাটি তৈরি : ------
a) সাধারণ বালি দোআঁশ মাটি 60%
b) পাতা পচা সার , গোবর সার ,ভার্মি
কম্পোস্ট 30 %
c) অনান্য সার 10 % ( হাড় গুঁড়ো
সার,শিং কুচি সার , নিম
খৈল,সরিষার খৈল , Biomax )
এই সমস্ত উপাদান গুলি ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই উপাদান গুলিতে জল ছিটিয়ে বস্তা ভর্তি করে ( গরমকালে 20 - 25 দিন এবং শীতকালে 25 - 30 দিন ) সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। তারপর উপাদান গুলিকে রোদ্দুরে শুকানোর পর এটি গাছ লাগানোর উপযুক্ত হবে।
2) খাবার প্রয়োগ ও কাটাই ছাটাই : --
আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যেভাবে গাছে খাবার প্রয়োগ করে থাকি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম :: ---------
➡️ ( ছোটগাছের ক্ষেত্রে ) গাছের
যদি ভালো shape দিতে হয়
তাহলে ফুলের দিকে নজর দিলে
হবে না । গাছে Growth এর
দিকে নজর রাখতে হবে ।
----------- সেইজন্য মাসে 1
থেকে 2 বার পাতলা খোল জল
ব্যবহার করাটা ভালো বর্ষার সময়
বাদ দিয়ে ।
September এর Last
week থেকে October এর Fast
week এর মধ্যে আমি গাছগুলো
Reporting করতে হবে । সেইসময়
উপরে বর্ণিত খাবার মিশ্রিত মাটি
ব্যবহার করতে হবে । April মাসে
একবার extra খাবার হিসাবে
( হাড় গুঁড়ো সার,শিং কুচি সার ,
নিম খৈল,সরিষার খৈল ,
Biomax ) D Compost করে
ব্যবহার করতে হবে
➡️ গাছে যখন ফুল শেষ হয়ে যায়
তখন সেইসমস্ত গাছগুলোতে
পাতলা খোলের জল ব্যবহার
করতে পারেন । ( বর্ষা বাদ দিয়ে )
➡️ ফুল শেষ হয়ে যাওয়ার পর
Epsom Salt গাছে Spray
করতে হবে ।
➡️ October এর দিকে গাছকে
একবার Hard Pruning করতে
হবে।
কিছুদিন পর নতুন Branch
আসলে Pinch করতে হয় ,
ভালো shape দেবার জন্য ।
➡️ বছরের বাদবাকি সময় ফুল শেষ
হয়ে গেলে Lite Purn করে দিতে
পারেন।
3) well Drainage এবং জল
প্রয়োগ: -------
➡️ গাছ অনুযায়ী টব নির্বাচন
করাটা বিশেষ দরকার।
➡️ গাছের টবের উপরের মাটি
শুকিয়ে গেলে টবে জল দিতে
হবে ।
➡️ ফুল আশার ক্ষেত্রে জল টান
রাখতে হবে।
In this video we have discussed:-
1) How to plant & Grow Bougainvillea
2)Bougainvillea Flowering Tips which never failed
3)Bougainvillea care in pots
4) Bougainvillea pest control
5)Bougainvillea Blooming secrets
6)How to Grow Bougainvillea from cuttings
7)Bougainvillea multigrafting
8)Bougainvillea soil manure
মুখার্জি হর্টিকালচারাল ফার্ম
ঠিকানা:-
শিখরপুর পেট্রলপাম্প এর মোড়
সুভাষ মুখার্জি -
📱9830110337
ADDRESS:-
Petrol pump, Shikherpur, Rajarhat, North 24 Parganas
Shikherpur Hospital more,
Vedic Village, Kolkata, West Bengal 700135
আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন এবং অনেক কিছু জানতে ও শিখতে পারবেন । ভিডিও টা ভালো লাগলে একটাই অনুরোধ আপনি আপনার বন্ধু দের কাছে share করবেন 🙏
ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের Channel সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন❣️।।
যে কোনো গাছ আপনরা অনলাইনের অথবা অফলাইন এর মাধ্যমে কিনতে পারেন l
Информация по комментариям в разработке