Manpower export of Bangladesh (part-1) by Lakmina Jesmin Soma

Описание к видео Manpower export of Bangladesh (part-1) by Lakmina Jesmin Soma

বিশ্ব জুড়ে কর্মমূখরতায় মেতে রয়েছেন কোটি বাংলাদেশি। প্রবাসে প্রাণান্তকর শ্রমে-ঘামে তারা অবদান রাখছেন ৬৫ দেশের অর্থনীতিতে। সমৃদ্ধ করছেন স্বদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বদলে দিচ্ছেন রেখে যাওয়া পরিবার-পরিজনের জীবন। অথচ তাদের নিজেদের জীবন কাটছে দুর্বিষহ কষ্টে। পাঁচ পর্বের ধারাবাহিক রিপোর্টে লাকমিনা জেসমিন সোমা ‘জনশক্তি রফতানি’ খাতের পূর্বাপর পরিস্থিতি এবং সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে আনার চেষ্টা করেছেন। আজ প্রথম পর্ব।

Комментарии

Информация по комментариям в разработке