ড্রাগন ফুলের পরাগায়ন(Dragon Flower Hand Pollination )-সব ফুলেই ফল হবে, সাইজ বড় হবে...

Описание к видео ড্রাগন ফুলের পরাগায়ন(Dragon Flower Hand Pollination )-সব ফুলেই ফল হবে, সাইজ বড় হবে...

মাঝরাতে অন্ধকার পথ ও মাঠ পেরুলেই হাজার হাজার ফুল ফুটে থাকা অসাধারণ ড্রাগন ফলের বাগান।
যেই ফুলগুলো থেকেই হবে ড্রাগন ফল।
ফুল হয় কিন্তু ফল হয়না এমন অভিযোগ ও সমস্যার কথা অনেকেই বলছেন এবং বলে থাকেন। পলিনেশন ঠিকমত হয়না বলেই ফুল নষ্ট হচ্ছে অথবা ফলের সাইজ ছোট হচ্ছে।
যাদের ছাদ বাগানে ড্রাগনের গাছ রয়েছে তাদের জন্য এবং সকল বানিজ্যিক ড্রাগন চাষিদের জন্য পলিনেশনের এই টেকনিক টা জানা অত্যন্ত জরুরী।
ম্যানুয়াল পলিনেশন বা হাত পরাগায়ন করলে ফল ধরার পরিমান বাড়ে, ফলের সাইজ বড় হয়, ফলের উৎপাদন ও বাজারমুল্য বাড়ে।
Hand Pollination এর টেকনিক সরাসরি দেখানো এবং ড্রাগন ফল গাছের পরিচর্যা নিয়ে বিশেষজ্ঞ স্যার দের সাথে আলোচনা করা হয়েছে এই ভিডিও তে।
চেষ্টা করা হয়েছিল ভিডিওর ডিউরেশন কমানোর কিন্তু কোনভাবেই সম্ভব হয়নি কারণ সব কথাগুলোই প্রয়োজনীয় মনে হয়েছে।
করোনার এই দুঃসময়ে অনেক রাতে বহুদূরের ড্রাগনের মাঠে গিয়েছি শুধু অসংখ্য সৌখিন ও বানিজ্যিক ড্রাগন চাষিদের সমস্যার সমাধান দেয়ার জন্য। সবাই নিরাপদে ও সুস্থ থাকুন।
কৃষিই সমৃদ্ধি।
সফল ড্রাগন চাষি দুই ভাই, ফল বিশেষজ্ঞ এস এম কাম্রুজ্জামান স্যার, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হামিদুর রহমান স্যার সহ এই Hand Pollination of Dragon Fruits টেকনোলজি বিষয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিও তে।

ড্রাগন চাষ সম্পর্কে জানতে বা কয়েক প্রকারের ড্রাগনের চারা নিতে যোগাযোগ করুন-
রবিউল ইসলাম ০১৭০৩২৪৪৪৮৬

Комментарии

Информация по комментариям в разработке