যে_সমস্ত_বিষয়ে_মদিনার_কোরআনের সাথে আমাদের দেশের কোরআনের সমূহের অমিল রয়েছে তা হল:
১. ১নং পৃষ্ঠা
২. ওয়াকফের চিহ্ন সমূহ
৩. ওয়াকফে লাযেম
৪. মুয়ানাকা
৫. সাকতাহ
৬. হামজাতুল ওয়াসল
৭. কয়েকটি আয়াতের শেষ হরফের হরকত।
সংক্ষিপ্ত_বিবরণ
১. #১নং_পৃষ্ঠা: অর্থাৎ আমাদের দেশে প্রকাশিত কোরআন গুলোতে সুরা ফাতিহার পৃষ্ঠা কে ২নং পৃষ্ঠা ধরা হয়েছে। আর মদীনা মুনাওয়ারা সহ আরব দেশে ছাপাকৃত কোরআন গুলোতে সুরা ফাতিহার পৃষ্ঠা কে ১নং পৃষ্ঠা ধরা হয়েছে।
২.#ওয়াকফের_চিহ্ন_সমূহ: আমাদের দেশে ছাপাকৃত কোরআন গুলোতে ওয়াকফের চিহ্ন দেওয়া হয়েছে মোট ১৪ টি। যেমন:
م,ط,ج,ز,ص,ق,قف,لا,صل,صلى, وقفة, وقف النبي,وقف غفران,وقف جبرئيل
পক্ষান্তারে মদিনা মুনাওয়ারা থেকে ছাপাকৃত কোরআন গুলোতে ওয়াকফের চিহ্ন হলো ৪টি। যেমন:
م,ج, صلى,قلى
উল্লেখ্য, অর্ধ শতাব্দিরও অধিক সময় যাবৎ তিলাওয়াতে কোরআনের উপর সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহনযোগ্য ব্যাক্তি #শেখ_মুহাম্মদ_সিদ্দিক_আল_মিনশাবি #শেখ_মাহমুদ_খলিল_আল_হোসারি সহ প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য আরব শাইখদের তিলাওয়াতের সময় ওয়াকফের অবস্থান মদিনার কোরআনের অনুকরণে।
বিঃদ্রঃ দুই দেশের কোরআনের মধ্যে ওয়াকফের চিহ্নের ব্যপক অমিলের কারণে (অর্থাৎ ১৪ ও ৪ টি) বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আরব শাইখদের লাহান নকল করার ক্ষেত্রে বিভ্রান্তিতে পরতে হয়।
কারন,এমন অনেক আয়াত আছে, যে আয়াত গুলোর মাঝে, আমাদের দেশের কোরআন গুলোতে ওয়াকফের বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু আরব দেশের কোরআন গুলোতে ঐ সমস্ত স্থানে ওয়াকফের কোন চিহ্ন ব্যবহার করা হয়নি।
যেমন : সুরা বাকারা : আয়াত-১৪
বাংলাদেশে ছাপাকৃত :
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا 'ج' وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ 'لا' قَالُوا إِنَّا مَعَكُمْ 'لا' إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ (14)
আরবদেশ ছাপাকৃত :
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ (14)
বাংলাদেশের কোরআন গুলোতে قَالُوا آمَنَّا এর পরে "ج, صلى" এবং شَيَاطِينِهِمْ ও إِنَّا مَعَكُمْ এর পরে "لا"
ব্যবহার করা হয়েছে, কিন্তু আরবের কোরআন গুলোতে এই সমস্ত স্থানে ওয়াকফের কোন চিহ্ন ব্যবহার করা হয় নি।
৩.#ওয়াকফে_লাযেম: অর্থ্যাৎ যেখানে ওয়াকফ করা আবশ্যক, অন্যথায় অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার আশংকা।
অথচ আমাদের দেশের কোরআন গুলোতে এমন অনেক যায়গায় "ওয়াকফে লাযেমের" চিহ্ন ব্যবহার করা হয়েছে, যে সমস্ত স্থানে আরবের কোরআন গুলোতে ওয়াকফের কোন চিহ্নই ব্যবহার করা হয় নি।যেমন: সুরা বাকারা: আয়াত-২৪৬
أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَىٰ إِذْ قَالُوا لِنَبِيٍّ
এখানে مُوسَىٰ এর পরে আমাদের দেশের কোরআন গুলোতে "ওয়াকফে লাযেমের" চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু আরবের কোরআন গুলোতে এখানে কোন ওয়াকফের চিহ্ন নেই, বরং তিন আলিফ মাদ্দ ব্যবহার করা হয়েছে।
আবার এমন অনেক আয়াত রয়েছে, যেখানে আরবের কোরআনগুলোতে "ওয়াকফে লাযেমের" চিহ্ন ব্যবহার করা হয়েছে,কিন্তু আমাদের দেশের কোরআন গুলোতে ঐ স্থানে ওয়াকফে_লাযেমের চিহ্ন ব্যবহার করা হয়নি যেমন: সুরা আনআ’ম:আয়াত-৩৬
إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ ۘ وَالْمَوْتَىٰ يَبْعَثُهُمُ اللَّهُ
এখানে ۘ يَسْمَعُونَ এর পরে আরবের সকল কোরআন গুলোতে "ওয়াকফে লাযেমের" চিহ্ন রয়েছে। কিন্তু আমাদের দেশের কোরআন গুলোতে এখানে ওয়াকফে_লাযেমের চিহ্ন দেওয়া হয় নি।
উল্লেখ্য: আমাদের দেশের কোরআন গুলোতে "ওয়াকফে লাযেমের" চিহ্ন ব্যবহার করা হয়েছে ৮৬ টি।
আর আরবের কোরআন গুলোতে
"ওয়াকফে লাযেমের" চিহ্ন ব্যবহার করা হয়েছে ২১টি।
৪.#মুয়ানাকাঃ আমাদের দেশের কোরআন গুলোতে মুতাকাদ্দিমিন ও মুতাআখখিরীন ২ ভাবে বিভক্ত করে মুয়ানাকা এর সংখ্যা করা হয়েছে মোট ৩৪টি। আর আরব দেশের কোরআন গুলোতে মুয়ানাকা এর সংখ্যা হলো ৩ টি।
সুরা বাকারা- আয়াত-২
সুরা মা'য়িদা- আয়াত-২৬
সুরা মা'য়িদা- আয়াত-৪১
৫.#সাকতাহঃ সাকতাহ সম্পর্কে ইমাম জাজাইরী রহ. বলেনঃ এটি সহিহ রেওয়ায়েত দ্বারা প্রমানিত অর্থাৎ "বিছ-ছানাদিল মুতাওয়াতির" আমাদের নিকট পৌছেছে যে, রাসুলুল্লাহ (সা.) এই সমস্ত যায়গায় সাকতাহ করে পড়তেন। মুকাদ্দামাতুল জাজাইরী সহ তাজভিদের সকল গ্রহণ যোগ্য কিতাব গুলোতে রয়েছে #রেওয়ায়েতে_হাফস_আন_আসেম_মিন_ত্বরিকিশ_শা_ত্ববি_ইয়াহ এর মধ্যে মোট সাকতাহ হলো ৬টি।এর মধ্যে ৪টি ওয়াজিব ও ২টি জায়েয। আরব দেশের কোরআন গুলোতে ওয়াজিব ৪টি ও জায়েয ১টি, মোট ৫টি উল্লেখ করা হয়েছে।কিন্ত আমাদের দেশের কোরআন গুলোতে ওয়াজিব ৪টি ও জায়েয ২টি ছাড়া অতিরিক্ত আরো ৪টি, মোট ৮টি সাকতাহ ব্যবহার করা হয়েছে।
☞ অর্ডার করুন এই নাম্বারে ☞
✆ 01771373785 - ✆ 01784032805
কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হয়
বিকাশ পার্সোনাল নাম্বার 01810073832
Website ➤ www.mahadulquranilkarim.com
প্রকাশক
শায়েখ আব্দুল হক
চেয়ারম্যান হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
তাহফীজুল কুরআনিল কারীম, প্রকাশনী
✆ 09638216295 - ✆ 01303183050
বাড়ি ১৮, রোড ৭, সেক্টর ১০, উওরা ঢাকা ১২৩০
Информация по комментариям в разработке