ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছাতকী কমলার চাষ একটি লাভজনক ব্যবসা হিসেবে গড়ে উঠছে। আবহাওয়ার সাথে মিল রেখে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। এই কমলার স্বাদ খুবই ভালো। তাই চাহিদাও বেশি। এই চাষের মাধ্যমে উদ্যোক্তা লাভবান হচ্ছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 
ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের বাথানগাছি গ্রামের কৃষক আক্তারুজ্জামান। কয়েক বছর আগে সিলেট থেকে ছাতকী জাতের কমলা এনে বাড়িতে চারা তৈরি করেছিলেন। কমলার স্বাদ ভালো হওয়ায় ৩ বছর আগে ১ বিঘা জমিতে চাষ শুরু করেন। চাহিদা আর ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু করেন এই ছাতকী কমলা চাষ। বর্তমানে তার ১০ বিঘা জমিতে রয়েছে কমলার বাগান। আক্তারুজ্জামানের কমলার বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো কমলা। প্রতিদিনই কমলার বাগান দেখতে ও কিনতে বিভিন্ন জায়গা থেকে আসেন অনেকেই। স্বাদে ভালো হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলায় এই কমলার চাহিদা রয়েছে ব্যাপক।
কৃষক আক্তারুজ্জামান বলেন, “ছাতকী কমলার চাষ খুবই লাভজনক। আবহাওয়ার সাথে মিল রেখে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। এই কমলার স্বাদ খুবই ভালো। তাই চাহিদাও বেশি। আমি এই চাষে অনেক লাভবান হয়েছি। নতুন উদ্যোক্তাদের আমি ছাতকী কমলার চাষের জন্য উৎসাহিত করছি।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—সহকারী পরিচালক আজগর আলী বলেন, “ছাতকী কমলা চাষে আবহাওয়ার সাথে মিল রেখে চাষ করতে হবে। এছাড়াও, জমি তৈরি, সার প্রয়োগ, পরিচর্যা ইত্যাদি বিষয়ে সঠিক নিয়ম মেনে চলতে হবে। তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব। আমরা নতুন উদ্যোক্তাদের ছাতকী কমলা চাষের জন্য প্রশিক্ষণ দিচ্ছি।”
এক বিঘা জমিতে ছাতকী কমলা চাষ করে ৩ লক্ষ টাকার কমলা বিক্রি হয়। বর্তমানে আক্তারুজ্জামানের ১০ বিঘা কমলার বাগান রয়েছে। এ বছর তিনি প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার কমলা বিক্রি করবেন বলে আশা করছেন।rafiqulislammontu#jhenidah #breakingnews #awamileague #investigationupdate #latest #crime #বাণিজ্যিক সাদকি কমলা চাষ,সমতল ভূমিতে কমলা চাষ পদ্ধতি,সাদকি কমলা বাগান,কমলা চাষ পদ্ধতি,সমতল ভূমিতে কমলা চাষ,সুমিষ্ট কমলার ফলন,কমলা সাদকি দার্জিলিং,কাশ্মীরি কমলা,পাকিস্তানি ১ কমলা,পাকিস্তানি ২ কমলা,ভুটানি কমলা,আফ্রিকান কমলা,থাই ১ কমলা,থাই ২ কমলা,বাংলাদেশে মিষ্টি কমলা চাষ পদ্ধতি,কমলা বাণিজ্যিক চাষ,ঝিনাইদহে কমলার চাষ,ঝিনাইদহে ছাতকী কমলা চাষে কৃষক লাভবান,ঝিনাইদহ নিউজ,বর্ণময় বাংলাদেশ,ঝিনেদা টিভি,ঝিনেদা,chinese orange,orange,orange farming
                         
                    
Информация по комментариям в разработке